Latest News

রাসূলে কারীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার সময়

১। নামাযের শেষ বৈঠকে তাশাহ্হুদ পাঠ করার পর।
২। জানাযার নামাযে ২য় তাকবীর বলার পর।
৩। জুমআর দিবসে।
৪। মুয়াজ্জিনের আযান শোনার পর।
৫। মসজিদে প্রবেশের পূর্বে এবং তা হতে বের হওয়ার পূর্বে।
৬। সাফা ও মারওয়া সায়ী করার সময়।
৭। কোন মজলিস থেকে পৃথক হওয়ার পূর্বে।
৮। সকাল-সন্ধা।
৯। পাঠ শুরু করার পূর্বে এবং শেষ করার পূর্বে।
১০। দুআ বা মুনাজাত করার সময়।

Top