✍ মাসুম বিল্লাহ সানি
━━━━━━━━━━━━━━━━━
ক্বলব আমার করেছ চৌচির, 
ফেঁপে উঠেছে কঠিন প্রাচির।
বাঁধ কে দিবে বলো না এবার-
পাব তোমায় ভাঙলে কতবার?
কতবার গিয়েছি ভিড়ে-
কত অশ্রু ঝরে-তোমারই তীরে,
রাজ মহারাজ তোমারই কদমে,
আমি ভিক্ষুক দূর রয়ে থাকি,
সরল আর্জিতে, তোমায় ডাকি-
তোমাতেই বাঁচি, স্বপ্ন দেখি!

আমারও তো হৃদয় আছে, 
সেথায় কেবল আঁচড় কাটে,
যে ভাষাতেই ডাকি না কেন?
আমি সাক্ষী-তুমি তা জান!

তুমি না কাউকে কর না মানা?
আমাকেও কিঞ্চিৎ ঠাঁই দাও না!
হোক না হয় একবিন্দু-
বিন্দুর মাঝেই তোমাকে আমি,
সিন্ধু ভরে খুঁজে যাব!

-ওগো প্রেমাষ্পদ!
আমি জানি-তুমি সাক্ষী!
আর আছি-অপেক্ষায় বাঁচি,
ব্যর্থ জীবনের প্রহর গুণি!
কবে আমায় অস্তিত্ব দিবে?
কবে জীবনের মূল্য হবে?
দুচোখ যখন বন্ধ হবে-
তখন কি তুমি আমার হবে?

কেবল এবার বন্ধের পালা-
বন্ধ চোখে গাঁথব মালা!
তখন না হয়-ডেকে নিও, 
আমি যাযাবর তোমারই পিছু!
 
Top