আগুনের ঝলক
কবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান
---------------- 

দ্রোহীদের যত প্রথা,দ্রোহময় যত কথা,
বলবে তাদের স্বর
নরক আগুন-ঝলক জ্বলবে অধর-উষ্ঠ 'পর।
রয়ে গেছে ঋণ-প্রেমময় দ্বীন,দয়াল নবির ﷺ বাণী
নবিﷺ যবে এসে,মুচকি হেসে,দেন-দয়ার পলকখানি।।
পেলে তাঁর দান-উত্থাল প্রাণ,সাহস গিরির সম্
দুর্জয় কেউ-বারিধির ঢেউ,তেজ যার অনুপম।।
নবিদ্রোহী যারা,পথহারা তারা,কলুষ জীবন-মৃত্যু বিফল
গরিবের হৃদে কষ্ট দিয়ে তাই,হাসে তারা খলখল।।
ধূর্ত শিয়াল,মূর্খ তবু- কুমিরের বাছা পড়ায়
শিক্ষার ছলে,শিকার ধরে, ধর্মের নামে তায়।।
ভন্ডরাই অন্ধ সেজে নেয় জনতার চোখ
তাইতো জনতা পায়না দেখতে দ্রোহীদের সেই রোখ।
মানবতা- উদারতা যার নেই, মুসলিম নয় সে
মানুষ না হলে পশু হয়ে থাক,অমানুষ হোস কিসে?
পশুদের রূপ ধরে করে তারা পশুদের অপমান
হাশরের মাঠে,জীবনের পাঠে- কীর্তি সবি আজ আন।।
শয়তান যেমনি খোদার সনে তর্ক করেছে তায়-
যুক্তিবাদী তার্কিক সে- ধূকে আজও মরে যায়।
আদমের(আ) অপমান? শয়তান স্বর্গ হতে নামে নিচু স্থানে
নবিজীরﷺ  বিদ্বষ করিলে বেহেস্তিরেও দোযখে টানে।।
                    সাবধান!! সাবধান!
কাউকে তুচ্ছ করে করিস না মানবের অপমান।।
 
Top