❏ প্রশ্ন-৩৩ঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর সম্মানিত বিবিগণের সংখ্যা এবং তাঁদের নাম মুবারক কি ছিল? বর্ণনা কর।


✍ উত্তরঃ হুযূর মোস্তফা (ﷺ)-এর সম্মানিত স্ত্রীগণের সংখ্যা ছিল ১১ জন। সর্বপ্রথম হুযূর(ﷺ),


১. উম্মুল মু’মিনীন হযরত খাদিজা বিনতে খুওয়াইলিদ (رضى الله تعالي عنها)কে শাদী করেন। তখন তাঁর পবিত্র বয়স হয়েছিল ২৫ বছর এবং হযরত খাদিজার বয়স ৪০ বছর। 

২. উম্মুল মু’মিনীন হযরত সাওদাহ বিনতে যাম‘আহ্ ইবনে কাইস ( رضى الله تعالي عنها )।

৩. উম্মুল মু’মিনীন হযরত আয়েশা বিনতে আবু বকর সিদ্দীক (رضى الله تعالي عنها)।

৪. উম্মুল মু’মিনীন হযরত হাফসা বিনতে ওমর ইবনুল খাত্তাব (رضى الله تعالي عنها)।

৫. উম্মুল মু’মিনীন হযরত যয়নব বিনতে খুযাইমা ইবনে হারিস (رضى الله تعالي عنها)।

৬. উম্মুল মু’মিনীন হযরত উম্মে সালমা বিনতে আবি উমাইয়া মাখযুমী (رضى الله تعالي عنها)।

৭. উম্মুল মু’মিনীন হযরত যয়নব বিনতে জাহাশ (رضى الله تعالي عنها)।

৮. উম্মুল মু’মিনীন হযরত জুওয়াইরিয়্যাহ বিনতুল হারিস ইবনে আবি জারারাহ (رضى الله تعالي عنها)।

৯. উম্মুল মু’মিনীন হযরত উম্মে হাবীবা বিনতে আবি সুফিয়ান ইবনে হারব (رضى الله تعالي عنها)।

১০. উম্মুল মু’মিনীন হযরত সফিয়্যাহ বিনতে হুয়াই ইবনে আখতব (رضى الله تعالي عنها) এবং

১১. উম্মুল মু’মিনীন হযরত মাইমুনা বিনতুল হারিস আল হালালিয়াহ (رضى الله تعالي عنها)।

 
Top