❏ প্রশ্ন-১৮ঃ হুযূর মোস্তফা (ﷺ) 

 (فداه ابى وامى-যাঁর ওপর আমার পিতা-মাতা কোরবান হোক)-এর পবিত্র জীবনী সম্পর্কে প্রত্যেক মুসলমানের অবগত হওয়া অতীব জরুরী। তাই হুযূর মোস্তফা (ﷺ) 

এর পবিত্র জীবনী ও বংশধারা নির্ভরযোগ্য গ্রন্থাবলীর উদ্ধৃতিসহ বিশুদ্ধরূপে বর্ণনা কর।


✍ উত্তরঃ اقول وبالله التوفيق وهو المستعان  তবকাতে কোবরা, সিক্বাতে ইবনে হিব্বান, উসদুল গাবাহ্ এবং তারিখে তাবারিসহ অন্যান্য গ্রহণযোগ্য কিতাবসমূহের বরাত পর্যালোচনা পূর্বক বর্ণনা করা হলোঃ-


তাঁর পবিত্র বংশধারাঃ

সাইয়্যেদুনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে কা’ব ইবনে লুওয়াই ইবনে গালিব ইবনে ফিহার ইবনে মালিক ইবনে নাদর ইবনে কিনানাহ ইবনে খুযাইমাহ ইবনে মুদরিকাহ ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নায্যার ইবনে মা‘আদ ইবনে আদনান ইবনে উদ্দ ইবনে উদাদ ইবনে মুকাওয়াম ইবনে নাহুর ইবনে ইয়ারজ ইবনে জর্ব ইবনে ইয়াসহব ইবনে সাবিত ইবনে ক্বাইযার ইবনে ইসমাইল ইবনে ইবরাহীম ইবনে আযর ইবনে নাখুর ইবনে শারুখ ইবনে বাক্কু ইবনে ফাতিহ ইবনে ‘আইবর ইবনে শালুখ ইবনে আরকহস ইবনে সাম ইবনে নূহ ইবনে লামিক ইবনে মুতাওয়াশ্শিলাহ ইবনে আখনুখ ইবনে ইদ্রিস ইবনে ইয়ারদ ইবনে মাহলাঈল ইবনে ক্বাইনান ইবনে ইয়ালুশ ইবনে শীশ ইবনে আদম আলাইহিমুস সালাম।


উক্ত বংশধারা আদনান পর্যন্ত ঐকমত্যের ভিত্তিতে সন্দোহীত সূত্রে বর্ণিত আছে। এরপর ক্বীদার থেকে হযরত ইবরাহীম পর্যন্ত মতানৈক্য সূত্রে বর্ণিত। এরপর কিছু মতৈক্য সূত্রে আবার কিছু মতানৈক্য সূত্রে বর্ণিত আছে। হযরত নূহ (عليه السلام) থেকে হযরত সৈয়্যদুনা আদম (عليه السلام) পর্যন্ত ঐকমত্যের সূত্রে বর্ণিত আছে। হুযূর রহমতে ‘আলম (ﷺ) নিজেকে আদনান পর্যন্ত সম্বন্ধযুক্ত করতেন।

 
Top