❏ প্রশ্ন-২৫ঃ হুযূর (ﷺ)-এর কফীল বা অভিভাবক কে কে ছিলেন এবং তাদের নিকট কতো দিন ছিলেন?


✍ উত্তরঃ হযরত হালিমা সা’দিয়া (رضى الله تعالي عنها)-এর নিকট চার বছর, তাঁর সম্মানিতা মাতা হযরত আমিনা (رضى الله تعالي عنها)-এর নিকট দু’বছর দু’মাস দশ দিন। অতঃপর হযরত আলী (رضى الله تعالي عنه)-এর সম্মানিত পিতা এবং হুযূর সৈয়্যদে ‘আলম (ﷺ) এর চাচা খাজা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন।

 
Top