❏প্রশ্ন-৬৮ঃ সিজদায় যাওয়ার সময় পায়জামা উপরের দিকে উঠানোর হুকুম কী?


✍ উত্তরঃ নামাযরত অবস্থায় প্রয়োজন ছাড়া এমন করা মাকরূহ। তবে প্রয়োজনের প্রেক্ষাপটে রুকু-সিজদা করার সহজার্থে এরূপ করা মাকরূহ হবে না। 

95. রদ্দুল মুখতার, باب مايفسد الصلواة وما يكره فيها, খন্ড-১, পৃষ্ঠা-৬৪০।

 
Top