জীবে দয়া করা সম্পর্কে ইসলামের আদেশঃ
★ আবদুল্লাহ ইবনে আমর [রা.] থেকে বর্ণিত রাসুল [ﷺ] বলেছেন,

- ‘দয়াকারীদের প্রতি মহান আল্লাহ সুবহানুতায়ালা দয়া করেন।
- সুতরাং দুনিয়াতে যারা আছে; তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন; তিনি তোমাদের প্রতি দয়া করবেন।
[আবু দাউদ ও তিরমিজি]।

★ ইমাম আহমাদ ও তাবারানি [রহ.] বর্ণিত বিশুদ্ধ সনদে ও নির্ভরযোগ্য সুত্রে এসেছে, রাসূলুল্লাহ [ﷺ] একদা মিম্বরে দাঁড়ানো অবস্থায় বলেন,

- তোমরা দয়া করো, দয়া পাবে।
- ক্ষমা করো, ক্ষমা পাবে’।
[মুসনাদে আহমদ]

 
Top