"হাতিয়ার বদর প্রান্তরে"
[লেখক:: আরিফ ওয়াকিজ]
১৭ রমজান পবিত্র বদর দিবস,
৩১৩ জান্নাতি দুলহা নিয়ে
যাত্রা করেন পয়গম্বর,
খুনে তাদের খুশবু হারায়
বেহেশতের মিশক্ব আম্বর।
দ্বীন বাচাবে মান বাচাবে
জীবন মুনিব চরণে,
ইসলাম আর বদর মুমিন
করবে সাথে স্বরনে।
অর্ধেক খেজুর সাহরি আর
অর্ধেক আহার ইফতারে,
খেজুর পাতা তরবারি হয়
হাতিয়ার বদর প্রান্তরে।
কোথায় মরিবে আবু জেহেল
উতবা শায়বা মুনাফিক,
দ্বীনের নবী করলো বয়ান
খুশিতে জানায় সিদ্দিক।
তকবিরের সে আওয়াজে গেলো
কাফেরের কেল্লা ভেঙ্গে,
শিবির হতে চোখ রাঙ্গিয়ে
দেখছে তারা ডেঙ্গে।
খোদার নির্দেশ রমজানে সাওম
দূর্বলতার কারন নয়,
ঈমানের তেজে হয়ে বলিয়ান
ছিনিয়ে আনলো জয়।
ওহে মুমিন হও আগুয়ান
বদর তোমার শিক্ষা,
আজ বিশ্বব্যাপী জানাও তোমার
সেই সাহসী দিক্ষা।
প্রেম ও প্রীতি সংযম ত্যাগ
সবই ছিলো ঐ মরুতে
তাদের নামে করছে কারা
ইসলাম কালো ধরাতে?
মানব হত্যা জঙ্গিবাদী এই
বদরের শিক্ষা নয়,
সঠিক জিহাদ বদর ময়দান
ওয়াকিজ জানায় বিশ্বময়।
Next
ইতিকাফ এর বিধান
Previous
প্রশ্ন: আমার এক সহপাঠির সাথে আক্বিদা সম্পর্কিত বিতর্কের এক পর্যায়ে সে আমাকে প্রশ্নবিদ্ধ করে। তন্মধ্যে প্রথম প্রশ্ন হল- জানাযা অর্থ দোআ। দোআর পর কোন দোআ পড়ার প্রয়োজন নেই। অর্থাৎ- নামাযে জানাযার পর মুনাজাত করা যাবে না। দ্বিতীয় প্রশ্ন হল- নামাযে জানাযার ইমামতির হকদার প্রথমে মৃতের ওলী, তারপর মসজিদের ইমাম। কিন্তু আমি ‘মুখতাসারুল কুদরীতে’’ পড়েছি- واولى الناس بالامامه- عليه السلطان ان حضر فان لم يحضر فيستحب تقديم امام الحى ثم الولى- সুতরাং এ বিষয়ে সঠিক সমাধান দিলে কৃতজ্ঞ হবো।
Related Posts
আগুনের ঝলক
আগুনের ঝলককবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান---------------- দ্রোহীদের যত প্রথা,দ্রোহময় যত কথা,বলবে তাদ[...]
হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার
হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার কবিঃ কাজী আহমদ এয়ার খান নাহিয়ান---------------- সবুজ গম্বুজ আর উচ্চ মিনার[...]
মুজাদ্দিদ আলফে সানী
মুজাদ্দিদে আলফে সানি (রহমতুল্লাহি আলাইহি) কে নিয়ে কবি ফররুখ আহমদের কবিতা-"মুজাদ্দিদ আলফে সানী''কবিঃ [...]
“ইশকে নবীর ফোয়ারা কোথায়”
ইশকে নবীর ফোয়ারা কোথায়কতটা গভীর কতটা অতললাজুক আশিক পিয়াস মেটায়আবরু লুকায় টানিয়ে আঁচল।এই সুধা কভু মিট[...]