"হাতিয়ার বদর প্রান্তরে"
[লেখক:: আরিফ ওয়াকিজ]
১৭ রমজান পবিত্র বদর দিবস,

৩১৩ জান্নাতি দুলহা নিয়ে
যাত্রা করেন পয়গম্বর,
খুনে তাদের খুশবু হারায়
বেহেশতের মিশক্ব আম্বর।

দ্বীন বাচাবে মান বাচাবে
জীবন মুনিব চরণে,
ইসলাম আর বদর মুমিন
করবে সাথে স্বরনে।

অর্ধেক খেজুর সাহরি আর
অর্ধেক আহার ইফতারে,
খেজুর পাতা তরবারি হয়
হাতিয়ার বদর প্রান্তরে।

কোথায় মরিবে আবু জেহেল
উতবা শায়বা মুনাফিক,
দ্বীনের নবী করলো বয়ান
খুশিতে জানায় সিদ্দিক।

তকবিরের সে আওয়াজে গেলো
কাফেরের কেল্লা ভেঙ্গে,
শিবির হতে চোখ রাঙ্গিয়ে
দেখছে তারা ডেঙ্গে।

খোদার নির্দেশ রমজানে সাওম
দূর্বলতার কারন নয়,
ঈমানের তেজে হয়ে বলিয়ান
ছিনিয়ে আনলো জয়।

ওহে মুমিন হও আগুয়ান
বদর তোমার শিক্ষা,
আজ বিশ্বব্যাপী জানাও তোমার
সেই সাহসী দিক্ষা।

প্রেম ও প্রীতি সংযম ত্যাগ
সবই ছিলো ঐ মরুতে
তাদের নামে করছে কারা
ইসলাম কালো ধরাতে?

মানব হত্যা জঙ্গিবাদী এই
বদরের শিক্ষা নয়,
সঠিক জিহাদ বদর ময়দান
ওয়াকিজ জানায় বিশ্বময়।
 
Top