"আলবিদা শাহে রামাদান"
[লেখক:: আরিফ ওয়াকিজ]


চলিয়া যাচ্ছে মোদের হতে
পাক রমজান মাহিনা,
পাবো কি আবার নূরের দেখা
এই মন জানিনা।

কখন আবার আসিবে সেই
পবিত্র স্পর্শ বাতাস,
ভাবিয়া ভাবিয়া আমি কান্দিয়া
করি হায় হুতাস।

মসজিদ থাকিবে মুসল্লি ভরিয়া
কোরআনের সুরের ধুম,
মাঝরাতে উঠিবে সাহরির তরে
ভাঙ্গিয়া আরাম ঘুম।

ইফতারের মায়া কেমনে আমি
যাইবো ভুলিয়া আজি,
সামনে আহার পেটে উপাস
পাইতে খোদার রাজি।

সংযমে কাটিতো সারাদিন ভাই
এবাদতে প্রতিটা রাত্রি,
চারিদিক শুধু দেখিতে পাই
স্বর্গ পথের যাত্রি।

একে সত্তর নেকির আহবান
কবে আসিবে আবার?
পাইবো কবে কদরের রাত
সম্মান মাহিনা হাজার।

জানি না কেমন করিয়াছি মান
এই শাহে রামাদান,
দিয়েছি কি হায় তেমন সারা
যা তার ছিলো আহবান?

অশ্রু আমার গড়িয়ে পরে
মন ভেঙ্গে খান খান,
খতিব মশাই বলেন যেথায়
আলবিদা শাহে রামাদান।

দুহাত তুলে মোনাজাত করে
ওয়াকিজ দোয়ায় কয়,
বছর ঘুরিয়া আবার জেনো
রামাদান নসিব হয়।
 
Top