গরু/মহিষ/উট দিয়ে ৭ ভাগে কোরবানী করা যাবে?
কৃতঃ মুহাম্মদ শহিদুল্লাহ রিজভি
----------------------------------------------------------------------

বর্তমানে সহীহ ধোঁকাবাজ গোষ্ঠী কোরবানী নিয়ে নানা রকমের বিভ্রান্তি ও ষড়যন্ত্র সৃষ্টি করছে‌ন।

তাদের মতে একটি বড় পশু যেমন, গরু, মহিষ, কিংবা উট দিয়ে ৭ ভাগ কোরবানী করা যাবে না অথবা ৭ পরিবার একটি গরু, মহিষ কিংবা উট দিয়ে কোরবানীতে শরীক হতে পারবেন না!!

তাদের এই বিভ্রান্তিতে পড়ে অনেক ধর্ম-প্রাণ মুসলমানরা আজ দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন।

তাই আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এ বিষয়ে বিভ্রান্তি নিরসনের জন্য লেখার প্রয়োজনীয়তা অনুভব করছি।

আমাদের শরীয়ত মোতাবেক একটি বড় পশু তথা গরু, মহিষ, কিংবা উট দিয়ে ৭ ভাগ কোরবানী দেওয়া জায়েজ।

এ বিষয়ে অসংখ্য দলিল প্রমাণ আছে।

নিচে কিছু দলিল প্রমাণ পেশ করা হলো।
---------------------------------------------------------------------------

#_দলিল_নং_১

হযরত আতা (রাঃ) তিনি হযরত জাবের (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, গরু এবং উট ৭ জনের পক্ষ হতে কোরবানী করা যায়।

{রেফারেন্স: ইমাম মুসলিম, আস-সহীহ, ২/৯৫৬ পৃ:, হা নং ১৩১৮, ইমাম তাবরানী, মু'জামুল আওসাত, ৬/৯৮ পৃ:, হা নং ৫৯১৭, এবং হা নং ৯০৬৪, ইমাম তাহাভী, শরহে মাশকালুল আছার, ৭/১১ পৃ:, হা নং ২৫৮৮-৮৯ এবং হা নং ৫৪২৮, ইমাম আবু দাউদ, আস-সুনান, ৩/৯৮ পৃ:, হা নং ২৮০৮}

এই পবিত্র হাদিস শরীফ থেকে সুস্পষ্ট প্রমাণ হয় যে, বড় পশুতে কোরবানী ৭ ভাগে করা যায়।

#_দলিল_নং_২

হযরত আতা (রাঃ) তিনি সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা রাসূল (ﷺ)-এর জমানায় একটি গরুতে ৭ জন অংশগ্রহণ করতাম।

{রেফারেন্স: ইমাম মুসলিম, আস-সহীহ, ২/৯৫৬ পৃ:, হা নং ১৩১৮, ইমাম বায়হাক্বী, আস-সুনানিল কোবরা, ৫/৩৮৩ পৃ:, হা নং ১০১৯৫, ইমাম নাসাঈ, আস-সুনান, ৭/২২২ পৃ:, হা নং ৪৩৯৩, আলবানীও এই সনদটিকে সহীহ বলে স্বীকার করেছেন এবং আস-সুনানিল কোবরা, হা নং ৪১০১ এবং হা নং ৪৪৬৭, ইমাম আবু ই'য়ালা, আল-মুসনাদ, হা নং ২০৩৪, ইমাম খুযায়মা, আস-সহীহ, হা নং ২৯০২, ইমাম আবু দাউদ, আস-সুনান, ৩/৯৮ পৃ:, হা নং ২৮০৭, ইমাম ইবনে আবি শায়বাহ, আল-মুসন্নাফ, হা নং ১২৭৮৯}

#_দলিল_নং_৩

হযরত কায়েস বিন সা'দ (রাঃ) তিনি তাবেয়ী আতা (রাঃ) থেকে তিনি সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ (রাঃ) হতে তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) ইরশাদ করেছেন, গরু এবং উট এর কোরবানীতে ৭ জন অংশগ্রহণ করবে।

{রেফারেন্স: ইমাম বায়হাক্বী, আস-সুনানিল কোবরা, ৫/৩৮৩ পৃ:, হা নং ১০১৯৬}

#_দলিল_নং_৪

হযরত জাবের (রাঃ) বলেন, রাসূল (ﷺ) হোদায়বিয়ার ৭০ টি উট কোরবানী করলেন। আমাদেরকে আদেশ দিলেন যে, আমরা যেন একটি উটের মধ্যে ৭ জন শরীক হই।

{রেফারেন্স: ইমাম তিরমিযি, আস-সুনান, ২/২৪০ পৃ:, হা নং ৯০৪, ইমাম ইবনে হিব্বান, আস-সহীহ, ৯/৩১৮ পৃ:, হা নং ৪০০৬}

এই বিষয়ে সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা, আম্মাজান আয়েশা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে হাদিস বর্ণিত আছে। আর জাবের (রাঃ)-এর হাদিসটি হাসান, সহীহ। এ মতের উপরেই রাসূল (ﷺ)-এর অনেক আহলে ইলম (ইলমে ফিকহ ও ইলমে হাদিসে অভিজ্ঞ) সাহাবী আমল করেছেন, তাঁরা বলেছেন, উটের মধ্যে ৭ জন এবং গরুতে ৭ জন শরীক হবে। আর এটিই ইমাম সুফিয়ান সাওড়ী, ইমাম শাফেঈ এবং ইমাম আহমদ (রাঃ)-এর অভিমত।

{রেফারেন্স: ইমাম তিরমিযি, আস-সুনান, ২/২৪০ পৃ:, হা নং ৯০৪}

বুঝা গেল যুদ্ধের সময় অনেক পরিবারের মানুষ ছিল আর তার জন্যই এক এক পরিবারের সদস্যের জন্য এই আদেশ রাসূল (ﷺ) করেছেন।

#_দলিল_নং_৫

তাবেয়ী হযরত রিবঈ (রাঃ) বলেন, রাসূল (ﷺ)-এর সাহাবীগণ বলতেন যে, ৭ জনের পক্ষ থেকে কোরবানী করতে হলে একটি গরু করতে হবে।

{রেফারেন্স: ইমাম তাহাভী, শরহে মা'নীল আছার, ৪/১৭৮ পৃ:, হা নং ৬২৩২}

#_দলিল_নং_৬

হযরত কাতাদা (রাঃ) তিনি সাহাবী হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর রাসূলের সাহাবীগণ গরু এবং উটের মধ্যে ৭ জনই শরীক হতেন।

{রেফারেন্স: ইমাম তাহাভী, শরহে মা'নীল আছার, ৪/১৭৫ পৃ:, হা নং ৬২২০}

#_দলিল_নং_৭

ইমাম নিশাপুরী (রহঃ) সংকলন করেন– ইমাম ইকরামা (রহঃ) তিনি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে কোন সফরে অবস্থানকালে কোরবানীর দিন উপস্থিত হলো। তখন আমরা গরুর মধ্যে ৭ জন এবং (বড়) উটের মধ্যে ১০ জন শরীক হলাম।

{রেফারেন্স: ইমাম হাকেম নিশাপুরী, আল-মুস্তাদরাক, ৪/২৫৬ পৃ:, হা নং ৭৫৫৯, ইমাম তিরমিযি, আস-সুনান, ইমাম আহমদ, আল-মুসনাদ, ৪/২৮৭ পৃ:, হা নং ২৪৮৪}

ইমাম হাকেম সনদটি সংকলন করে বলেন, এই হাদিসটি বুখারীর শর্ত সাপেক্ষে সহীহ, যদিও তিনি এই হাদিসটি সংকলন করেননি।

{রেফারেন্স: ইমাম হাকেম নিশাপুরী, আল-মুস্তাদরাক লিল হাকেম, ৪/২৫৬ পৃ:, হা নং ৭৫৫৯}

#_দলিল_নং_৮

এ বিষয়ে হযরত শেরে খোদা আলী, হুযায়ফা, আবু মাসউদ আনসারী, আম্মাজান আয়েশা (রাঃ) থেকে বর্ণিত আছে তাঁরা সকলেই বলেছেন, একটি গরুতে ৭ জন অংশগ্রহণ করতে পারবে।

{রেফারেন্স: ইমাম বায়হাক্বী, আস-সুনানিল কোবরা, ৯/৪৯৬ পৃ:, হা নং ১৯২৩৭}

এ বিষয়ে আরো অসংখ্য দলিল প্রমাণ মজুত আছে।

উপরের উল্লেখিত আলোচনা দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়েছে যে, গরু, মহিষ কিংবা উট দিয়ে ৭ ভাগে কোরবানী করা ইসলামী শরীয়ত মোতাবেক সম্পূর্ণ জায়েজ।

একটি গরুতে ৭ টি পরিবার একসাথে কোরবানী করতে চাইলে করতে পারবেন অথবা একই পরিবারের ৭ সদস্যের নামেও কোরবানী করতে চাইলে করতে পারবেন।

এতে কোন অসুবিধা নেই বরং এটি হচ্ছে সুন্নাত।

সহীহ ধোঁকাবাজদের কথা সবসময় কোরআন-সুন্নাহর বিরোধী হয়ে থাকে। এ বিষয়েও তার ব্যতিক্রম নয়।

 
Top