হাকিমুল উম্মাহ মুফতি আহমাদ ইয়ার খান নাঈমী (রহ.) মদীনাতে অবস্থান করছিলেন, তিনি তার তাফসীর লিখার জন্য একটা নতুন কলম কিনতে দোকানে গেলেন। তিনি বিশেষ একটা কলম পছন্দ করলেন দেখা গেলো তার সকল টাকা বই কেনার ফলে খরচ হয়ে যায়- এবং যেই কলমটা তার ভালো লাগলো দুর্ভাগ্যবশত ওটার দাম খুব বেশি ছিলো বলে না কিনেই রেখে দিলেন। ফজরের ওয়াক্তে, দোকানের মালিক তরুণ ব্যবসায়ী ব্যক্তিটি শাইখ কে মসজিদে দেখলেন, কলমটা বের করে আবেগের সাথে বললেন " আমি জানি না আপনি কে বা কি করেন! কিন্তু গতকাল রাতে আমি প্রথমবার নবীজী ﷺ কে দেখলাম এবং তিনি বললেন, "আমার খাদিম আহমাদ একটা কলমের জন্য তোমার কাছে আসলো। এটা আমার পক্ষ হতে তাকে উপহার দাও!" 

রাসূল ﷺ এর সান্নিধ্য কোন প্রেমিক কে কখনো হতাশ করেনি। প্রেমিক মদীনাতে এসেছে এবং অশ্রু বিন্দু পড়তে দেখেছে কিন্তু দয়ার সাগরের গভীরতম প্রবাহ তাকে ভিজিয়ে ধন্য করেছে। 
মূল - Mohammed Aslam
অনুবাদ - Sheikh Mamun
 
Top