পাগড়ি পরিধান করার বিধান
কৃতঃ বায়েজিদ 

*পাগড়ী পরিধান করা সুন্নত। এটি পোশাকের সুন্নত। অসংখ্য বিশুদ্ধ হাদীস দ্বারা তা প্রমাণিত। সুন্নত আদায়ের যে সওয়াব রয়েছে। পাগড়ী সুন্নত মনে করে পরিধান করলে সেই সওয়াব হবে।

জাবির (রাঃ) বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (মক্কায়) প্রবেশ করলেন। তখন তাঁর মাথায় কালো পাগড়ি ছিল।
(সহীহ মুসলিম, হাদীস:১৩৫৮)

মুগীরা ইবনে শুবা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং মাথার অগ্রভাগ ও পাগড়ির উপর মাসাহ করলেন।
(সহীহ মুসলিম, হাদীস:৮১)

তাঁর পাগড়ি পরিধান সংক্রান্ত এ ধরনের আরো অনেক বর্ণনা হাদীসের বিভিন্ন কিতাবে বর্ণিত হয়েছে।

সাহাবা, তাবেয়ীগণও নামাযে এবং নামাযের বাইরে বিভিন্ন সময় ব্যাপকভাবে পাগড়ি ব্যবহার করতেন। 
(সহীহ বুখারী ১/৫৬)

আবদুল্লাহ ইবনে উমর (রা.) সম্পর্কে বর্ণিত আছে, তিনি মক্কা মুকাররমার উদ্দেশে বের হলে সঙ্গে পাগড়ি নিতেন এবং তা পরিধান করতেন। (সহীহ মুসলিম, হাদীস : ২৫৫২)

আবু উবাইদ (রাহ.) বলেছেন, আমি আতা ইবনে ইয়াযিদকে পাগড়ি পরিহিত অবস্থায় নামায পড়তে দেখেছি। (মুসনাদে আহমদ, হাদীস:১১৭)"
 
Top