সাহাবি হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, "তোমাদের পূর্বে আহলে কিতাব(ইহুদী ও খ্রীস্টান) বাহাত্তর দলে বিভক্ত  হয়েছে।আর আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে।
বাহাত্তর দল জাহান্নামে যাবে এবং একটি দল জান্নাতে যাবে।আর তারা হল জামাত(অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমার উম্মতের মাঝে এমন একদল লোকের আবির্ভাব হবে,যাদের মধ্যে প্রবৃত্তিপূজা এমনভাবে প্রবেশ করবে,যেমন জলাতঙ্ক রোগ, এ রোগ আক্রান্ত ব্যক্তির প্রতিটি শিরা-উপশিরায় প্রবেশ করে।"
★★★খতিব তিবরিযী,মিশকাতুল মাসাবীহঃ১/৬১পৃঃ, হাদিস নং-১৬২।
★মুসনাদে আহমদ।
★আবু দাউদ,আস সুনানঃ৪/১৯৮ পৃঃ,হাদিস নং-৪৫৯৭

এই হাদিসের ব্যাখ্যায় ইমাম শা'রাভী বলেন, এখানে জামাত রাসুল সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে বুঝিয়েছেন।"
(তাফসীরে শারাভী ৭/৪০০২)

ইমাম মানাভী বলেন, এখানে জামাত বলতে রসুল সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতকে বুঝিয়েছেন।"
(মানাভী, ফয়যুল কাদীর,২/২০পৃঃ,হাদিসঃ১২২৩)

তিনি আরও বলেন, নাজাতপ্রাপ্ত দলই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত।(ফয়যুল কাদীর;২/২০পৃঃ, হাদিসঃ১২২৩)

 
Top