দরূদে শাফাআতঃ রাসূলুল্লাহ (ﷺ) এর শাফায়াত লাভের দুরুদ।

عَنْ رُوَيْفِعِ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيُّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَالَ: اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ وَجَبَتْ لَهُ شَفَاعَتِي "

হযরত রুওয়াইফিঈ ইবনু সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি এভাবে বলবে যে,
اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ
অর্থাৎ "হে আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর রহমত বর্ষণ করো এবং কিয়ামতের দিন তোমার নিকট তাঁকে সম্মানিত স্থানে অধিষ্ঠিত করো" তবে তার জন্য আমার সুপারিশ অপরিহার্য হয়ে যাবে।
আহমাদ ইবনে হাম্বল, আল মুসনাদ, হাদিস নং - ১৬৩৭৭
তাবরানী, আল ম'জাম আল কাবীর, হাদিস নং - ৪৪৮০

 
Top