কিতাবঃ আহলে বায়তের ফযীলত
লেখকঃ ইমাম জালালুদ্দিন সুয়ূতী (রহঃ)

বিসমিল্লাহির রাহমানির রাহীম
َفضآئل اھل البیت
আহলে বায়তের ফযীলত
সমস্ত প্রশংসা আল্লাহ্  তা‘আলার জন্য এবং সালাত সালাম তাহার চয়নকৃত বান্দাদের প্রতি। এ ষাটটি হাদীস নিয়ে কিতাবটি লিখেছি এবং নামকরণ করেছি “ইহ্য়াউল মায়ত বিফাদ্বা-ইলে আহলিল বায়ত।”

হাদীস নং-১

الحدیث الأول قال السیوطي: اخرج سعید بن منصور في سننھ عنة في قل لا أسألكم علیھ أجرا إلا المودَََّ سعید بن جبیر في قولھ تعالىٰ القربى [الشوري-٢٣ [قال قربى رسول الله صلى الله علیھ وسلم. ْ ُ

হযরত সা‘ঈদ ইবনে মনসূর তার ‘সুনান’ নামক কিতাবে সা‘ঈদ ইবনে জুবাইর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে আল্লাহ্  তা‘আলা,র বাণী (হে হাবীব! আপনি বলে দিন-এর বিনিময়ে আমি তোমাদের নিকট কোন
প্রতিদান চাইনা; কিন্তু একমাত্র নিকটাত্মীয়দের প্রতি ভালবাসা। (সূরা শূরা,আয়াত-২৩) এ সম্পর্কে বর্ণনা করেন এবং বলেন, এখানে রাসূলে করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর নিকটাত্মীয়দের প্রতি
ভালবাসার নির্দেশ দেয়া হয়েছে।

হাদীস নং-২

الحدیث الثاني قال: اخرج ابن المنذر وابن ابى حاتم وابن مردویھ في تفاسیرھم والطبراني في المعجم الكبیر عن ابن عباس رضي الله قل لا أسألكم علیھ أجرا إلا المودَّة في عنھما لما نزلت الآیةالقربىَ [الشوري- ٢٣ [قالوا : یارسول الله من قرابتك ھؤلاء الذین
(٢)وجبت علینا مودتھم؟ قال: علي وفاطمة وولداھما.

ইবনুল মুনযির, ইবনে আবী হাতিম ও ইবনে মার্দাওয়াইহ্ তাদের তাফসীরে এবং তাবরানী তার ‘মু’জাম আল-কাবীর’-এ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি
বলেন, যখন ‘হে হাবীব! আপনি বলে দিন- আমি তোমাদের নিকট এর বিনিময়ে কোন পারিশ্রমিক চাইনা, কিন্তু একমাত্র আমার নিকটাত্মীয়দের ভালবাসা (সূরা শুরা, আয়াত-২৩)যখন অবতীর্ণ হয় তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এয়া রাসুলাল্লাহ আপনার নিকটাত্মীয়গণ কারা, যাদের ভালবাসা আমাদের উপর ওয়াজিব করে দেয়া হয়েছে? তদুত্তরে প্রিয়নবী
সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, তারা হলো-হযরত আলী, হযরত ফাতেমা এবং তাদের দুই সন্তান- হযরত হাসান ও হযরত হোসাইন (রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু)।

হাদীস নং-৩

الحدیث الثالث قال: أخرج ابن أبي حاتم عن ابن عباس رضي الله ومن یقترف حسنة نزدْ لھ فیھا حسنا عنھما في قولھ تعالى
[الشورى-٢٣ [قال: المودة لآل محمد صلى الله علیھ وسلم.

ইবনে আবী হাতেম হযরত ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি যে ব্যক্তি সৎ কাজ করে, আমি তার জন্য তাতে আরো শ্রীবৃদ্ধি করি।’ [সূরা শূরা, আয়াত-২৩]
আহলে বায়তের ফযীলত ১০ নং আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে সৎ কাজ মানে হলো হযরত মুহাম্মদ
মোস্তফা সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম পবিত্র বংশধরের প্রতি ভালবাসা।

হাদীস নং-৪

الحدیث الرابع قال: أخرج احمد والترمذي والنسائي والحاكم عن المطلب بن ربیعة   رضي الله عنھما قال: قال رسول الله صلى الله علیھ وسلم: والله لایدخل قلب امرئ مسلم إیمان حتى یحبكم Ϳ ولقرابتي.
(٤ (قال: وصححھ الترمذي.)

ইমাম আহমদ, তিরমিযী, নাসায়ী ও হাকেম হযরত মুত্তালিব ইবনে রাবী‘আহ্ রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলে করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ততক্ষণ পর্যন্ত কোন মুসলমান ব্যক্তির হৃদয়ে ঈমান প্রবেশ করবে না,যতক্ষণ না সে তোমাদেরকে ভালবাসবে আল্লাহ্  তা‘আলা,র ওয়াস্তে এবং তোমাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্কের কারণে। ইমাম তিরমিযী এ
হাদীসকে বিশুদ্ধ বলে অভিহিত করেছেন।

হাদীস নং-৫

الحدیث الخامس قال: اخرج مسلم والترمذي والنسائي عن زید بن أرقم رضي الله عنه أن رسول الله صلى الله علیه وسلم قال: أذكركم
(٥)الله في أھل بیتي .

ইমাম মুসলিম, তিরমিযী ও নাসাঈ হযরত যায়েদ ইবনে আরক্বাম রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমি তোমাদেরকে আল্লাহ্  তা‘আলাকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বাইত সম্পর্কে। অর্থাৎ তোমাদেরকে তাঁদের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি।

 
Top