দরূদে তাজ
বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহুম্মা সল্লি আলা সায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন্, ছাহিবিত্ তাজি ওয়াল্ মি’রাজি ওয়াল্ বুরাক্বি ওয়াল আলাম্। দা-ফি‘ইল্ বালা-ই ওয়াল্ ওবা-ই ওয়াল্ ক্বাহ্ত্বি ওয়াল্ মারাদ্বি ওয়াল্ আলাম্। ইস্মুহূ মাক্তূবুম্ র্মাফুউম্ মাশ্ফূউম্ মান্কুশুন্ ফিল্ লাওহি ওয়াল্ ক্বলাম্। সাইয়্যিদিল্ আরাবি ওয়াল্ আজম্। জিস্মুহূ মুক্বাদ্দাসুম্ মু‘আত্ত্বারুম্ মুতাহ্হারুম্ মুনাওয়ারুন্ ফিল্ বাইতি ওয়াল্ হারাম্। শামছিদ্দুহা বাদারিদ্দুজা সদ্রিল্ উলা নূরিল্ হুদা কাহ্ফিল্ ওয়ারা মিছ্বাহিয্ যুলাম্। জামীলিশ্ শিয়ামি, শাফী‘ইল উমামি সা-হিবিল্ জূদি ওয়াল্ কারাম্। ওয়াল্লাহু আছিমুহূ ওয়া জিব্রীলু খাদিমুহূ ওয়াল্ বুরাক্বো র্মাকাবুহূ ওয়াল্ মি’রাজু ছাফারুহূ ওয়া সিদ্রাতুল্ মুন্তাহা মাক্বামুহূ ওয়া ক্বাবা ক্বাওসাইনি মাত্বলুবুহূ ওয়াল্ মত্লূবু মাক্বসূদুহূ ওয়াল্ মাক্বসূদু মাওজূদুহূ, সাইয়্যিদিল্ র্মুসালীনা, খা-তামিন্ নবিয়্যীনা, শাফী’ইল্ মুযনিবীনা, আনীছিল্ গারীবীনা, রাহ্মাতিল্লিল্ আলামীনা, রাহাতিল্ আশিক্বীনা, মুরাদিল্ মুশ্তাক্বীনা, শামসিল্ আরিফীনা, সিরাজিস্ সা-লিকীনা, মিস্বাহিল্ মুক্বাররাবীনা, মুহিব্বিল্ ফোক্বারা-ই ওয়াল্ গোরাবা-ই ওয়াল্ মাছাকীনা, সাইয়্যিদিছ্ ছাক্বালাইনি, নবীয়্যিল্ হারামাইনি, ইমামিল্ ক্বিব্লাতাইনি, ওয়াসীলাতিনা ফিদ্দারাঈনি, ছাহিবি ক্বা-বা ক্বাওছাইনি, মাহ্বূবে রাব্বিল্ মাশরিকাইনি ওয়াল্ মাগরিবাইনি, জাদ্দিল্ হাসানি ওয়াল্ হোসাইনি রাদ্বিয়াআল্লাহু তায়ালা আন্হুমা মাওলানা ওয়া মাওলাছ্ সাক্বালাইনি, আবিল্ ক্বাচিম্ মুহাম্মাদ সাল্লাল্লাহু তা‘আলা আলাইহি ওসাল্লাম ইবন্ আব্দিল্লাহি নূরিম্ মিন্ নূরিল্লাহ। ইয়া আইয়্যূহাল্ মুশ্তাক্বূনা বি নূরি জামালিহী সল্লূ আলাইহি ওয়াসাল্লিমূ তাস্লীমা। (দরূদ শরীফ)

* খতমে গাউসিয়া, গেয়ারভী, বারভী শরীফের প্রারম্ভে পঠিতব্য

درود تان
بسم اللهِ الرّحمن الرّحيم

اللهم صل على سيدنا ومولانا محمد صاحب التاج والمعراج والبراق     والعلم-   دافع      البلاء   والوباء   والقحط   والمرض والالم اسمه    مكتوب   مرفوع    مشفوع   منقوش   فى   اللوح والقلم سيد   العرب  والعجم-   جسمه  مقدس  معطر  مطهر منور فى البيت والحرم  شمس     الضحى بدر   الدجى صدر العلى نور الهدى كهف الورى مصباح الظلم جميل الشيم- شفيع    الامم صاحب    الجود    والكرم   والله    عاصمه  وجبريل     خادمه   والبراق     مركبه والمعراج    سفره   وسدرة المنتهى مقامه وقاب قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود   موجوده    سيد   المرسلين    خاتم النبين    شفيع المذنبين  انيس الغريبين  رحمة  للعلمين راحة العاشقين مراد  المشتاقين شمس العارفين  سراج  السالكين مصباح المقربين محب الفقراء والغراباء والمساكين سيد الثقلين نبى الحرمين امام القبلتين وسيلتنا فى الدارين صاحب قاب  قوسين   محبوب  رب   المشرقين  والمغربين  جد  الحسن والحسين مولانا  ومولى  الثقلين ابى  القاسم محمد  بن عبد الله نور   من   نور   الله-  يا  ايها   المشتاقون    بنور   جماله صلوا عليه وسلموا تسليما

 
Top