বিষয়:"পুরুষের জন্য পর-নারীকে দেখার ইসলামি বিধান"
-স্বাধীন আহমদ রেজভী

#প্রশ্ন:
পুরুষ পর-নারীর চেহারা দেখতে পারবে কি না?

#উত্তর:
দেখবে না।অবশ্য প্রয়োজনে কিছু বাধ্য-বাধকতাসহ দেখতে পারবে।

আল্লামা মুফতি আমজাদ আলী আজমি র. বলেনঃ" পর-নারীকে দেখার বিধান হলো যে,প্রয়োজন বশতঃ তার  চেহারা ও হাতের তালুর দিকে দেখা জায়েজ। কেননা এর প্রয়োজন হয়ে থাকে;কখনো এর পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিতে হয় অথবা মিমাংসা করতে হয়,তখন যদি তাকে না দেখে তো কিভাবে সাক্ষ্য দিবে?

তার দিকে দেখার এই শর্তও রয়েছে যেন,যৌন উত্তেজনা না আসে।আর এভাবেও প্রয়োজন হয় যে আজ-কাল হাটে-বাজারে,রাস্তা-ঘাটে অসংখ্য মহিলা আসা-যাওয়া করে যাদের দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকা কঠিন।কতিপয় উলামায়ে কেরামগণ র. পায়ের দিকে দৃষ্টিপাত করাকে জায়েজ বলেছেন।"

মুফতি সাহেব আরও বলেনঃ"পর-নারীর চেহারার দিকে দৃষ্টি দেয়া যদিও জায়েজ,যখন যৌন উত্তেজনার আশংকা না আসে।কিন্তু বর্তমান যুগ হলো ফিতনার যুগ।এ যুগে এমন লোক কোথায় পাবো যেমন পূর্বের যুগে ছিলো।তাই এ যুগে মহিলাদের চেহারার দিকে দৃষ্টিপাত করতে বারণ করা হবে কিন্তু প্রয়োজন বশতঃ করতে পারবে।"***(বাহারে শরীয়ত,১৬তম খন্ড,৮৯-৯০ পৃষ্ঠা)***
:
[১৮/০৭/২০১৯]
✅Swadhin Ahmod Rezvi

 
Top