রূহ' এর শহর
কত না নিঃশব্দের!
আমাকে বলেছিলেন
একটি নদীর পাশে
কেউ এসে দাঁড়াবে,
আর সময়গুলো
ঘুরতে থাকবে
চক্রমান দরবেশের সাথে।
মহাবিশ্ব এক হবে...
আল্লাহর মহিমায় উঠলো যিকর!
আলো আর বাতাসের সে কি উচ্ছাস ;
সেকি অপরিসীম আনন্দ!
যদি তোমরা একটু বুঝতে!
যেন হিমালয় এসে দাঁড়ালো দরজায়...
এই সকালটা মনে রেখো
আতরের গন্ধে হারানো!
কিছু দিনলিপি...
আর বিষন্ন তার ইতিহাস
থেকে উঠে আশা নর -নারী।
আবার কোনো একদিন
জলযোগের টেবিলে
পড়ে থাকবে একটি চিরকুট।
মহানবীর আলোয় অন্ধ
হয়ে যাওয়া মানুষ আমি,
দেখি সকল সৃষ্টির চেয়ে বেশি।
অথচ আমি বলেই কেউ নেই....
কেউ ছিলোনা!
যা ছিল তোমাদের
তুমিত্বের একটি অভিলাষ;
তোমাদের তুমিত্বের একটি
আমিত্বের চাহিদা।
আর স্বপ্ণে পাওয়া
কিছু রুবি জ্বলছে আকাশের তারায়...
যা আল্লাহর প্রতীক্ষায় নীল হয়েছে!
আর তিনি এলেন হঠাৎ!
আর ছোট একটি বাক্স
তাতে ভরা সবুজ কিছু রুবি...
দিলেন আমায়।
আমার আমির গান
শিশুরা নিয়ে গেছে
গ্রহান্তরের কোনো দোকানে।
সাঁই বাবার এই উপহারে
দিনটি হলো শুরু!
নামাজ পড়
দীর্ঘ সেজদায় .

 
Top