মাটি রক্তে পরিনত হল
🖋মুহাম্মদ তুহিনুর রহমান শাহজাহান 
হযরত সালমা (رضي الله عنه) বলেন, আমি মুহররামের ১০ তারিখে  উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালমা (رضي الله عنه) কাছে আসলাম। দেখলাম তিনি কাঁদছেন। কান্নার কারণ সম্পর্কে আমি তাঁর কাছে জানতে চাইলাম ; তিনি বলেন, আমি এখনই স্বপ্নে দেখলাম যে, রাসুলুল্লাহ (ﷺ) এর মাথায় এবং চুলে ধুলো-বালি লেগে আছে। আমি জিজ্ঞেস করলাম,  হে আল্লাহর রাসূল (ﷺ)  আপনার এ অবস্হা কেন? তিনি উত্তরে বললেন,  আমি এইমাত্র কারবালার ময়দান থেকে ফিরলাম। আজ সেখানে আমার প্রিয় নাতি ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। 
উম্মে সালমা (رضي الله عنه) বলছিলেন, তখন আমার ঐ মাটির কথা স্বরণ পড়ল যা শাহজাদা ইমাম হুসাইন (رضي الله عنه)'র জন্মের সময় হযরত জিবরাঈল (عليه السلام) কারবালার ময়দান থেকে রাসূলে পাক (ﷺ) এর হাতে দিয়েছিলেন।  তখন মাটি গুলো রাসুলুল্লাহ (ﷺ) আমার হাতে দিয়ে বলেছিলেন,  হে উম্মে সালমা! মাটিগুলো তোমার কাছে রাখো। যে দিন আমার হুসাইন শত্রুদের হাতে শহীদ হবে এ মাটিগুলো রক্তে পরিনত হয়ে যাবে। উম্মে সালমা (رضي الله عنه) বলেন,  আমি স্বপ্ন দেখার পর ঐ মাটিগুলো দেখতে গেলাম। গিয়ে দেখলাম মাটি গুলো রক্তে পরিনত হয়েছে। 
(তিরমিযী, বায়হাকী, আহমদ, হাকেম, আল বেদায়া ওয়ান নিহায়া, শামে কারবালা, বারাহ তাকরির)

নূরে চশমে ফাতেমা ইয়া'নী হুসাইন ইবনে আলী, সাইয়্যিদুশ শোহাদা শহীদে কারবালা কে ওয়াস্তে। "আমিন"
 
Top