হুজুর-(ﷺ)-ইরশাদ করেন, খাওয়ার আগে ও পরে ওযু করাটা (অর্থ্যাতঃ হাত ও মুখ ধোয়া) অভাবকে দুর করে দেয়। আর এটা নবী রাসুল-(আলাইহিস সালাম)-গনের সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। (আল মুজামুল আওসাত, খন্ড-০৫, পেজ-২৩১, হাদিস নং-৭১৬৬)

দোজাহানের রাজ দুলাল-ইলমে গায়েব-হুজুর পূরনুর-[ﷺ]-ইরশাদ করেছেন, খাওয়ার আগে ওযু করলে একটি সাওয়াব আর খাওয়ার পর ওযু করলে দুইটি সাওয়াব।-{জামে সগির, হাদিস নং-৯৬৮২}

প্রিয় নবী-{ﷺ}-বলেন, খাবারের আগে ও পরে ওযু (হাত-মুখ ধোয়া) রিজিকে প্রশস্ততা আনে। আর শয়তানকে দুর করে দেয়।-{কানযুল উম্মাল, হাদিস নং-৪০৭৫৫}

রাসুলে পাকঁ-[ﷺ]-ইরশাদ করেছেন, যে খাবারে আল্লাহ তায়ালার নাম নেয়া হয়নি তা রোগ ও বরকত শূন্য এবং সেটার কাফফারা হচ্ছে এই যে, যদি এখনো দস্তরখানা উঠানো না হয় তবে (বিছমিল্লাহ) পাঠ করে কিছু খেয়ে নাও আর দস্তরখানা উঠিয়ে নেয়া হলে তবে (বিছমিল্লাহ) পাঠ করে আঙ্গুল গুলো চেটে নাও।-{আল জামেউস সগির, হাদিস নং-৬৩২৭}

হুজুরে আকদ্বাস-(ﷺ)-ইরশাদ করেছেন, গরম খাবার ঠান্ডা করে নাও। কারণ গরম খাবারে বরকত হয়না। {মুস্তাদরাক লিল হাকিম, খন্ড-০৪, হাদিস নং-৭১২৫}

 
Top