বাংলাদেশের ফেসবুকের ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির – বুম বিডি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে যার নিয়োগ হয়েছে।

Boom BD এর প্রধান কর্মকর্তা কদরুদ্দিন শিশির।

Source link : https://ebarta24.com/03202130/3565/ফেসবুকের-বাংলাদেশ-ফ্যাক্

পাশাপাশি কদর উদ্দিন শিশির ‘বিডি ফ্যাক্ট চেক’ নামক  আরেকটি ফ্যাক্ট চেকারের সহ-প্রতিষ্ঠাতাও। দীর্ঘদিন যাবত সরকার সমর্থিত বা স্বাধীনতার স্বপক্ষের শক্তির অনলাইন আ্যকটিভিস্টদের অভিযোগ ছিল ফেসবুকের Fact-checking এর পক্ষপাত মূলক আচরনের বিরুদ্ধে। দীর্ঘ অনুসন্ধানে শেষে কদরুদ্দিন শিশিরের অতীত এবং রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে একসময় যমুনা টেলিভিশনে সাংবাদিকতা করা এ ব্যক্তি জামায়াত শিবিরের রাজনীতির প্রতি আনুগত্য আছে। নানা সময়ে সরকার বিরোধি অনেক লেখালেখি করেছেন এই শিশির। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সারাদেশে গণজাগরণ তৈরী হলেও কাদের উদ্দিন শিশির ছিলেন স্বাধীনতা বিরোধীদের পক্ষের একজন। যুদ্ধাপরাধী সাঈদীকে নিয়ে তার ফেসবুক পোষ্ট আমাদের সংরক্ষনে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিদ্রুপপূর্ন পোষ্ট করতেও দেখা গেছে। তার লেখালেখি বাঁশেরকেল্লা সহ জামায়াত শিবিরের অনেক পেইজ ও গ্রুপে কার্টেসি দিয়ে প্রকাশ হতো। এছাড়াও জামায়াত শিবিরের অনেক আইডি থেকে সরকার বিরোধী পোষ্টসমূহের ট্যাগ তার সাথে দেখা গেছে।

এমনকি তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও আছে জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ততা।  তার ভাই আ.আ.ছ ইসমাঈল জবিহুল্লাহ (Zabihullah) সরাসরি শিবিরের রাজনীতিতে জড়িত থাকার প্রমান আছে। সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি পরে সভাপতি আব্দুর রাজ্জাকের সাথে তার ছবি আমরা খুঁজে পেয়েছি। (লিংক ও ছবি সংযুক্ত)

লিংক: https://m.facebook.com/photo.php?fbid=1442705565979503&set=a.1378378459078881&type=3

কদরুদ্দিন শিশির নিয়ে বিস্তারিত

এমন কিছু তথ্য প্রমান, ফেসবুক লিংক, স্ক্রিনশর্ট এখানে তুলে ধরছি। উল্লেখ্য কদরুদ্দিন শিশিরের ফেসবুক আইডির অতীতের লেখা ও পোষ্ট সমূহ only Friends করা। তবু স্ক্রিনশর্টের সাথে লিংকসমূহ সংযুক্ত করছি।

১/ ২০১২ সালে যুদ্ধাপরাধী সাঈদীর বিচার নিয়ে সরকারের বিপক্ষে শিশিরের করা পোষ্টের স্ক্রিনশর্ট ও তার লিংক

https://www.facebook.com/photo.php?fbid=526461697364354&set=a.135851459758715&type=3

২/ ২০১২ সালের ডিসেম্বরে কাদের শিশির সরকারের এক নারী মন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গতক কবিতা ফেসবুক পোষ্ট করেন। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গভাবে উপস্থাপন করে। স্ক্রিনশর্ট ও লিংক সংযুক্ত করলাম।

https://www.facebook.com/photo.php?fbid=400365836640608&set=a.135851459758715&type=3

৩/ ২০১১ সালের ১৬ এপ্রিল ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালিন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি ব্যাঙ্গত্বক কাটুন আঁকারে প্রকাশ করে কাদের উদ্দিন শিশির। ছবির উপরে ক্যাপশনে সে লিখে ‘India-bd friendship’ (স্কিনশর্ট ও লিংক সংযুক্ত করলাম)

https://www.facebook.com/photo.php?fbid=216612325015961&set=a.135851459758715&type=3

৪/ ২০১৬ সালের ডিসেম্বরে এক ফেসবুকে স্টাটাসে সরাসরি দিগন্ত টিভি, ইসলামিক টিভিসহ  জামায়াত নিয়ন্ত্রিত অনলাইন পোর্টাল শীর্ষ নিউজ, সোনারবাংলা বন্ধের বিরুদ্ধে নিজের অবস্থানের বিষয়টি ফেসবুকে লিখেন কাদের উদ্দিন শিশির। (স্ক্রিনশর্ট ও লিংক সংযুক্ত করা হলো)

https://www.facebook.com/qshishir/posts/1392703044073544

৫/ ২০১৬ সালের ডিসেম্বরে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বিরোধিতা করে একটি গুজব সংক্রান্ত প্রপাগান্ডা পোষ্ট করে শিশির। (স্ক্রিনশর্ট লিংক সংযুক্ত)

https://tinyurl.com/y7bjbubv

আরো ২টি স্ক্রিনশর্ট সংযুক্ত করছি যেখানে তার বিষয়ে শিশিরের পেতে সহজ হবে ।

কদরুদ্দিন শিশিরের ফেসবুক আইডিতে ডুকতেই Featured এ  দুইটি ছবি চোখে চোখে পড়বে। একটি হচ্ছে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরানো একটি খবর। অন্যটি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের কাঁধে হাত দিয়ে ব্যঙত্বক ভঙ্গিতে ছবি। ছবি দুইটি ২০১৭ সালে এড করা হয়েছে। (স্ক্রিনশর্ট এবং ছবি দুটি সংযুক্ত করা হলো)



 
Top