মাথা মুন্ডানোর বর্ণনা
✍ কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]

❏ মাসয়ালা: (২৪১)

➠ফতোয়ায়ে আলমগীরির মধ্যে তাহাবী হতে উদ্ধৃত করে বলেন- মাথা মুন্ডানো সুন্নাত এবং আইয়্যাম্মায়ে ছালাছা [ইমাম শাফেয়ী, মালেক ও আহমদ ইবনে হাম্বল (رحمة الله)] এটিকে সুন্নাত বলেছেন। রাওজায়ে জন্দলছের মধ্যেও মাথা মুন্ডানো সুন্নাত লেখেছে।

➠তবে মোল্লা আলী ক্বারী এবং হাফেজ ইবনে হাজর (رحمة الله) লেখেছেন যে- মাথা মুন্ডানো খারেজীর আলামত। 

➠আর মাওলা আলী (رحمة الله) এর আনুগত্যের পরিপন্থী فعل نبوى (রাসূলের কর্ম) সুন্নাত হতে পারে না। তবে হজ্জ ও ওমরার মধ্যে চুল ছাটানো হতে মাথা মুন্ডানো উত্তম। হুজুর (ﷺ) এর চুল মোবারক সমস্ত মাথা মোবারকে ছিল। হজ্জ ব্যতীত রাসূল (ﷺ) হতে মাথা মুন্ডানোর কোন প্রমাণ নাই। অধিকাংশ ছাহাবায়ে কেরাম হজ্জ ও ওমরা ব্যতীত حلق তথা মাথা মুন্ডাতেন না।  
(تفسير سورة ألم نشرح الكلام الا وضع علامة نقى على خان صاحب, صفحة-১৭৮)
 
Top