তায়াম্মুমের বর্ণনা
✍ কৃতঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله) মুনিয়াতুল মুছলেমীন [১ম খন্ড]

❏ মাসয়ালা: (২৩২)
তায়াম্মুমের মধ্যে ফরজ তিনটি। যথা: 
(১) নিয়্যত করা। 
(২) উভয় হাত পাক মাটির উপর মেরে মুখের উপর মছেহ করা। 
(৩) উভয় হাত পাক মাটির উপর মেরে উভয় হাত কনুহ পর্যন্ত মাছেহ করা।

❏ মাসয়ালা: (২৩৩)
তায়াম্মুম ভঙ্গের কারণ ২টি। যথা 
(১) যে সমস্ত কারণে অজু ভঙ্গ হয়। 
(২) পানি পাওয়ার পর উক্ত পানি ব্যবহারের উপর সামর্থ থাকলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে।
 
Top