আমরা অন্য মুসলমান ভাইদের প্রতি প্রতি"হিংসার কারণে কু'ধারনা করে থাকি। এই সম্পর্কে -

প্রিয় নবীজি ( صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم) এরশাদ করেন-

1) কু-ধারনা থেকে বেঁচে থাক, নিশ্চয় কু-ধারনা নিকৃষ্ট পর্যায়ের মিথ্যা কাজ।
2) মুসলমানদের রক্ত, সম্পদ ও তাদের প্রতি কু'ধারনা করা অপর মুসলমানদের জন্য হারাম।

(বুখারী শরীফ, ৩য় খন্ড, পৃষ্টা নং- ৪৪২, হাদিস নং- ৫১৪৩-)"

দরূদ শরীফের ফযীলত

♥ তাজেদারে মদীনা, রাসুলদের সরদার, হুযুর পুরনূর صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেছেন:“
যে (ব্যক্তি) কুরআন পড়লো, আপন প্রতিপালকের প্রশংসা করলো, অতঃপর নবী صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর দরূদ পড়লো, তারপর নিজ প্রতিপালক থেকে ক্ষমা প্রার্থনা করলো, তবে সে মঙ্গলকে সেটার জায়গা থেকে তালাশ করে নিলো।”
(শুয়াবুল ঈমান, ২য় খন্ড, ৩৭৩ পৃষ্ঠা, হাদীস- ২০৮৪)

 
Top