হাফীযে রমজানের দোয়া


দোয়াটি হচ্ছে


ﻻَ  اِﻟﮫَ    َﱠاِﻟﺎذكَ  ﺑِﺎﷲِ    ﱠاِﻧﻚَ    ِﺳَﻤﯿْ ٌﻊ  اﻟْﻌَﻠِﯿْﻢٌ  ﺑِﺎﷲِ ﻣُﺤِﯿْﻂٌ  ﺑِﮫ ﻋَﻠﱠﻤَﻚَ

ﻛَﯿَﻌْﻠَﻤُﻮْنَ وَﺑِﺎﻟْﺤَﻖﱢ اَﻧْﺰَﻟْﻨَﺎهُ وَﺑِﺎﻟْﺤَﻖﱢ ﻧَﺰَلَ وَﻣَﺎ اَرْﺳَﻠْﻨَﺎكَ اِﻟﱠﺎ ﻣُﺒَﺸﱢﺮًا

وﱠﻧَﺰِﯾْﺮًا –

মাওয়াহেবে  লাদুন্নিয়ার  লেখক বলেন, আমাদের  শায়েখকে বলতে শুনেছি, ইয়ামন, মক্কা, মিশর ও অন্যান্য দেশে এ দোয়াটি প্রচলিত। তারা এই দোয়াকে হাফীজে  রমজান বলে থাকে। এ দোয়ার তাছীর এই যে, এর আমল করলে পানিতে ডুবে, আগুনে পুড়ে মৃত্যু হওয়া এবং চুরি হওয়া ইত্যাদি থেকে হেফাজতে থাকা যায়। নিয়ম হচ্ছে, রমজান মাসের শেষ জুমার দিন এই দোয়া পড়তে হয়।


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 





© | সেনানী এপ্স |

 
Top