খাওয়ার সময়ের দোয়া


ইমাম  বোখারী  (رحمة الله)  তাঁর রচিত ‘তারিখ’  কিতাবে হজরত আবদুলা­ হ্  ইবনে মাসউদ (رضي الله عنه) থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি খানা সামনে আসার পর এই দোয়া পড়বে, খাদ্য থেকে তার কোনো ক্ষতি হবে না।


ﺑِﺴْﻢِ اﷲِ ﺧَﯿْﺮِ اﻟْﺎَﺳْﻤِﺎءِ ﻓِﻲ اﻟْﺎَرْضِ وَاﻟﺴﱠﻤَﺎءِ ﻟَﺎ ﯾَﻀُﺮﱡ ﻣَﻊَ اﺳْﻤِﮫ

دَاءٌ اَﻟّﻠﮭُﻢﱠ اﺟْﻌَﻞْ ﻓِﯿْﮫِ رَﺣْﻤَﺔٌ وﱠ ﺷِﻔَﺎءٌ –


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 





© | সেনানী এপ্স |

 
Top