জ্বরের আমল


হজরত  আনাস (رضي الله عنه)  থেকে বর্ণিত আছে, নবী  করীম (ﷺ) হজরত আয়েশা সিদ্দীকা (رضي الله عنه) এর নিকট গেলেন, তখন তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। তিনি জ্বরকে মন্দ   কথা বলছিলেন। রসুল (ﷺ) বললেন, জ্বরকে মন্দ বলো না, সেতো আল্লাহ্তায়ালার হুকুমের অধীন। তবে তুমি চাইলে আমি তোমাকে এমন আমল শিখিয়ে দিতে পারি, যার ফলে আল্লাহ্তায়ালা জ্বর দূর করে দিতে পারেন। হজরত আয়েশা  সিদ্দীকা (رضي الله عنه) বললেন, শিখিয়ে দিন। রসুলেপাক (ﷺ) এই দোয়া পড়তে বললেন—

 

اَ ﱠﻟﻠﮭُﻢﱠ اِ ْرﺣَﻢْ ﺟِﻠْﺪِ  ْي اﻟﺮﱠﻗِﯿْﻖِ وَﻏْﻈِﻤِﻲ اﻟﺪﱠﻗِﯿْﻖُ ﻣِﻦْ ﺷِﺪﱠةِ اﻟْﺤَﺮِﯾْﻖِ ﯾَﺎ

اِﻟﻲ اُمﱠ ﻣِﻠْﺪَمٍ اِنْ ﻛُﻨْﺖِ اﻣَﻨْﺖُ ﺑِﺎﷲِ اﻟْﻌَﻈِﯿْﻢِ وَﻟَﺎ ﺗَﺼْﺪَﻋِﻲ اﻟﺮﱠاسَ وَﻟَﺎ ﺗُﺜْﻨِﻲ اﻟْﻐَﻢﱠ وَﻟَﺎ ﺗَﺄْﻛُﻞُ اﻟﻠﱠﺤْﻢَ وَﻟَﺎ ﺗَﺸْﺮِﺑِﻲ اﻟﺪﱠمِ وَﻟَﺎﺗَﺤَﻮﱠﻟِﻲْ ﻋَﻨﱢﻲْ

ﻣَﻦِ اﺗﱠﺨَﺬَ ﻣَ َﻊ اﷲِ اِﻟﮭًﺎاﺧَﺮَ –


হজরত আয়েশা সিদ্দীকা (رضي الله عنه) বলেন, আমি এই দোয়া পাঠ করে ভালো হয়ে গেলাম। মাওয়াহেবে লাদুন্নিয়ার লেখক বলেন, এই দোয়া অত্যন্ত পরীক্ষিত। এই দোয়া আমার শায়েখকে স্বহস্তে লিখতে দেখেছি। তিনি লিখতেন


اَ ﱠﻟﻠﮭُﻢﱠ  ارﱠﺣْﻢْ ﻋَﻈْﻢَ  اﻟﺪﱠﻗِﯿْﻖَ وَﺟَﻠْﺪِ  اﻟﺮﱠﻗِﯿْﻖَ وَاَﻋُﻮْذُﺑِﻚَ  ﻣِﻦْ ﻓَﻮْرَةٍ

اﻟْﺤَﺮِﯾْﻖَ ﯾَﺎ   اُمﱠ ﻣِﻠْﺪَمٍ اِنْ   ﻛُﻨْﺖُ اﻣَﻨْﺖُ ﺑِﺎﷲِ وَاﻟْﯿَﻮْمِ  اﻟْﺎﺧِﺮِ ﻓَﻠَﺎ ﺗَﺄْ

ﻛُﻠِﻲ  اﻟﻠﱠﺤْﻢَ وَﻟَﺎ  ﺗَﺸْﺮِﺑِﻲ اﻟﺪﱠمَ  وَﻟَﺎﺗَﻨُﻮْرِيْ ﻋِﻠْﻢَ اﻟْﻐَﻢﱢ اﻟﺘُﻘِﻠِﻲْ اِﻟﻲ  ﻣَﻦْ

ﻋَﺰَمَ اَنﱠ ﻣَ َﻊ اﷲِ اِﻟﮭًﺎ اﺧَﺮَ ﻓَﺎِﻧﱢﻲ اَﺷْﮭَﺪُ اَنْ ﻻﱠ اِﻟﮫَ اِﻟﱠﺎ اﷲِ وَاَنﱠ

ﻣُﺤَﻤﱠﺪاً ﻋَﺒْﺪُهُ وَرَﺳُﻮْﻟُﮫ –


আলহুদা  কিতাবের লেখক  বলেছেন, পালাজ্বরের  ক্ষেত্রে তিনি এই আমলটি করতেন- তিনটি পাতলা কাগজ নিয়ে একটির মধ্যে লিখতেন ﻓَﺮﱠتْ اﷲِ ﺑِﺴْﻢِ দ্বিতীয়টিতে লিখতেন ﻣَﺮﱠتْ اﷲِ ﺑِﺴْﻢِ আর তৃতীয়টিতে লিখতেন  ﺑِﺴْﻢِ اﷲِ ﻓَﻠﱠﺖْ। দৈনিক একটি করে কাগজ পানি দ্বারা গিলে ফেলার হুকুম দিতেন। কিরান কিতাবে উলেখ­    আছে, রোগমুক্তির উদ্দেশ্যে উক্ত কাগজ ভিজিয়ে পানি পান করা সলফে সালেহীনগণের আমল ছিলো।


ইবনুলহাজ্জ মাদখাল কিতাবে উলেখ­ করেছেন, শায়েখ আবু মোহাম্মদ মুরজানী জ্বর ইত্যাদির জন্য সবসময় একখানা দোয়া কাগজে লিখে বাড়ির দহলিজে রেখে দিতেন। কারো কোনো অসুখ বিসুখ হলে উক্ত কাগজ নিয়ে ভিজিয়ে রোগীকে পান করিয়ে দিতেন। আল্লাহ্পাকের হুকুমে অসুখ ভালো হয়ে যেতো। দোয়াটি এই


اَزْﻟِﻲﱞ   ﻟَﻢْ ﯾَﺰَلْ  وَﻟَﺎ ﯾَﺰَالُ   ﯾُﺰَﯾْﻞُ اﻟْﺰَوَالَ   وَھُﻮَ اﻟْﻌَﻠِﻲﱞ اﻟْﻌَﻈِﯿْﻢٌ

وَﻧُﻨَﺰﱢلُ ﻣِﻦَ اﻟْﻘُﺮْانَ ﻣَﺎ ھُﻮَ ﺷِﻔَﺎءُ  وَرَﺣْﻤَﺔُ ﻟﱢﻠْﻤُﺆْﻣِﻨِﯿْﻦَ –


➥[কিতাবঃ মাদারেজুন নবুওয়াত। মূলঃ ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী (رحمة الله)] 





© | সেনানী এপ্স |

 
Top