উত্তর:- তওবা করিবে, খোদা তা’আলার দরবারে কাঁদিবে, বিনয় করিবে, নিজের ভুলের প্রতি লজ্জিত ও দুঃখিত হইবে এবং অন্তরে খাঁটি অঙ্গিকার করিবে যে, আর কোন সময় এই প্রকার ভূল করিব না। কেবল মুখে তওবা বলিয়া নেওয়া তওবা নয়।
 
Top