দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ১০০০ সুন্নাতসমূহঃ-

২য় পর্ব-

টয়লেটে প্রবেশ এবং বের হওয়াঃ-

১। বাম পায়ে প্রবেশ এবং ডান পায়ে বের হওয়া।

 ২। টয়লেটে প্রবেশ এবং বের হবার সময় দো’আ পাঠ করা-

 اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَاءِثِ

উচ্চারণঃ- আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।

অর্থঃ 'হে আল্লাহ আমি খুবুথ এবং খাবায়েথ (পুরুষ এবং নারী শয়তান) থেকে আপনার নিকট আশ্রয় চাই।’১

 ৩। বের হবার সময় দো’আ পাঠ করা-

 غُفْرَ انَكَ ﺍَﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺍﻟَّﺬِﻱ ﺃَﺫْﻫَﺐَ ﻋَﻨِّﻲ ﺍﻷَﺫَﻯ ﻭَﻋَﺎﻓَﺎﻧِﻲ.

উচ্চারণঃ- গুফরা-নাকা আলহামদু লিল্লাহিল লাযি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।

অর্থঃ ‘আমি আপনার (আল্লাহর) কাছে ক্ষমা চাচ্ছি।’২

 ________________________
 ১. আল বুখারী হা/১৪২, মুসলিম হা/৩৭৫।

 ২. আবু দাউদ হা/৩০ ।

চলবে.....
ইনশা আল্লাহ।

 
Top