দরসে হাদিসঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রার্থনার ফলে উম্মতের গুনাহ মার্জনা।

হযরত সা'দ ইবনে আবী ওয়াক্কক্বাস রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু  থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র সাথে মক্কা মু'আযযামাহ থেকে বের হলাম। মদিনা মুনাওয়ারাহর ইচ্ছা করছিলাম। যখন আমরা 'আযওয়াযার' নিকটে পৌঁছুলাম, তখন হুজুর নামলেন। অতঃপর আপন বরকতময় দু'হাত উঠালেন। কিছুক্ষণ যাবৎ দো'আ করলেন। তারপর সাজদায় গেলেন। তাতে দীর্ঘক্ষণ যাবৎ রইলেন। অতঃপর উঠলেন। তারপর কিছুক্ষণ যাবৎ আপন দু'হাত মুবারক তুলে রইলেন। তারপর সাজদায় গেলেন। ওখানে দীর্ঘক্ষণ যাবৎ রইলেন। তারপর উঠলেন। কিছুক্ষণ যাবৎ আপন দু'হাত মুবারক তুলে রাখলেন। তারপর সাজদায় গেলেন। বললেন, আমি আমার মহান রবের দরবারে আমার উম্মতের জন্য প্রার্থনা (ক্ষমা) করেছি এবং সুপারিশ করেছি। তখন মহান রব আমাকে এক-তৃতীয়াংশ উম্মত (ক্ষমা করে) দিলেন। আমি মহান রবের শোকর করে সাজদাবনত হলাম। অতঃপর আমি আমার শির উঠালাম। আমার রবের দরবারে আমার উম্মতের জন্য প্রার্থনা করলাম। আমাকে এক-তৃতীয়াংশ উম্মত দিয়ে দিলেন। আমি মহান রবের দরবারে শোকর করে সাজদাবনত হয়ে গেলাম। তারপর আমি আমার শির উঠালাম। আমার রবের দরবারে আমার উম্মতের জন্য প্রার্থনা করলাম। তিনি আমাকে শেষ-তৃতীয়াংশও দিয়ে দিলেন। তখন আমি মহান রবের শোকর করে সাজদায় পড়লাম। 

সূত্র- আহমদ, আবূ দাউদ শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৪০৮।
 
Top