সুন্নাহর ওপর আমল করলে বাধা আসবেই। আসুক বাধা, করুক মানুষ কটুক্তি। এক বিন্দু ও সুন্নাহ থেকে পিছু হটবেন না। আল্লাহর সাহায্য আসবেই। আর যখন আল্লাহর সাহায্য আসবে তখন এসব কটুক্তিগুলো তুচ্ছ ও হাস্যকর মনে হবে। ফিতনার স্রোত যেদিকেই বয়ে যাক আপনাকে কিন্তু স্রোতের বিপরীতে চলতে হবেই। কারণ আপনি মুমিন। 

আল্লাহর সন্তুষ্টি বিপরীতে গিয়ে মুমিনদের আর কারোর সন্তুষ্টির কোনো প্রয়োজন নেই। মনে আছে অবশ্যই 'আসহাবে কাহাফের' ঘটনা। 

তারাও স্রোতের বিপরীতে চলেছিল। তার ফলে কি পেল তাঁরা? পেয়েছে আল্লাহর সন্তুষ্টি। তাদের আল্লাহ দান করেছেন সম্মান। তাদের নাম বর্ণিত হয়ে স্বয়ং প্রিয় আক্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর নাজিলকৃত ওহীতে। তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে।

আল্লাহ তায়ালা কি অসাধারণ কুদরত দ্বারা তাদের হেফাজত করেছেন জালিম বাদশাহ থেকে! তাঁরা নিজেরা পর্যন্ত বুঝতে পারে নি।

প্রিয় মুসলিম উম্মাহ! আল্লাহ যদি আসহাবে কাহাফদেরকে হিফাজত করতে পারেন তাহলে কি আমাদের হিফাজত করতে পারবেন না? অবশ্যই পারেন। এবং করবেন। ইনশাআল্লাহ 

- স্বাধীন আহমেদ

 
Top