'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরই মতো। আমরা খাই তিনিও খান, আমরা বিয়ে শাদী করি তিনিও করেন, আমরা বাজারে যাই তিনিও গিয়েছেন।' - এই লজিকগুলো অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের মতো সাধারণ প্রমাণ করতে ব্যবহার করেন।

আসলে লজিকগুলো একদম লেইম লজিক। তারা জানেনা হয়তো আল্লাহ তায়ালা কুরআনে এই সম্প্রদায়ের কথা উল্লেখ করে রেখেছেন। আসুন কয়েকটি আয়াত পড়ি।

নূহের জাতির সরদাররা যখন নূহের রিসালাত অস্বীকার করেছিল তখন তারাও একথাই বলেছিলঃ “এ ব্যক্তি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। সে চায় তোমাদের ওপর তার নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে। অথচ আল্লাহ চাইলে ফেরেশতা নাযিল করতেন। আমরা কখনো নিজেদের বাপদাদাদের মুখে একথা শুনিনি।” [সূরা আল-মুমিনূন: ২৪]

আদি জাতি একথাই হুদ আলাইহিস সালাম সম্পর্কে বলেছিলঃ “এ ব্যক্তি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। সে তাই খায় যা তোমরা খাও এবং পান করে তাই যা তোমরা পান করে। এখন যদি তোমরা নিজেদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তাহলে তোমরা বড়ই ক্ষতিগ্ৰস্ত হবে।” [সূরা আল-মুমিনূন: ৩৩–৩৪]

সামূদ জাতি সালেহ আলাইহিস সালাম সম্পর্কেও এ একই কথা বলেছিলঃ “আমরা কি আমাদের মধ্য থেকে একজন মানুষের আনুগত্য করবো ?” [সূরা আল-কামার: ২৪]

আমরা জানি যুগে-যুগে কারা নবী আলাইহিস সালামদের এমন কথা বলত। তাই আলহামদুলিল্লাহ আমরা এই আক্বীদা পরিত্যাগ করেছি। কারণ আমরা সাহাবীদের পথে, সিরাতুল মুস্তাকিম এর ওপর অটল।
 
Top