বাংলাদেশের চাঁদপুর জেলার এক নিভৃত পল্লি গাজিপুর গ্রামে ১৯১৫ জন্ম গ্রহন করে, ঐ জেলারই মদনা গ্রামে
আবির্ভূত হলেন আল্লাহর মহান ওলী, হাদীয়ে জামান, আধ্যাত্মিক মহা সাধক পীরে মোকাম্মেল আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মোখতার আহমদ পীর সাহেব কেবলা। শুরু হলো একটি কর্মময় জিবন, ঐতিহ্যবাহি ছারছীনা শরীফে লেখা পড়া করলেন। ছারছীনার জগৎ বিখ্যাত পীর কুতুবুল আলাম আল্লামা শাহ সূফি নেছারউদ্দিন আহমদ রহঃ এর হাতে বায়াত হলেন। পীরের নির্দেশেই হিদায়াত তাবলীগ তরিকার চর্চা ও জমইয়াতে হিযবুল্লাহ সংগঠনের মহান দায়িত্ব কাধে নিয়ে ঝাপিয়ে পড়লেন দেশে- বিদেশের বিভিন্ন স্থানে। নানা প্রতিকুলতার উপেক্ষা করে নির্ভীক এ মর্দে মুজাহিদ নিজ পীরের নির্দেশকে মাথায় নিয়ে, আল্লাহ-রাসূলের মশাল হাতে নিয়ে এগিয়ে চলেন তিনি। তার হাতে প্রতিষ্ঠিত হলো শত শত মসজিদ মাদ্রাসা খানকাহ। দেশে-বিদেশে তাবলীগী সফর আর ঘরে বাহিরে মন মুগ্ধকর সুমধুর ওয়াজ নসীহত, এর দ্বারা সমাজে নতুন করে সৃষ্টি করলেন ধর্মীয় চেতনার মূল্য বোধ। তিনি একাধারে বাংলা ইংরেজি, আরবি, উর্দ্দু ও ফারসীসহ কয়েকটি ভাষায় কথা বলতে পরতেন। ধর্মীয় বই পুস্তক কিতাবাদি রচনা করে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্র আরো বহু দূর বাড়িয়ে দিলেন।সার্থকতা ভরে উঠলে তার জীবন। ছারছীনা মাদ্রাসায় খন্ডকালিন শিক্ষকের দায়িত্ব, জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় নায়েবে নাজেম, সিলেট বিভাগকে তৎকালিন
পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভূক্ত কারার আন্দোলন, পবিত্র মদীনা শরীফে রওযা মোবারক যেয়ারতের সময় বেলায়েত ও খেলাফতের সংবাদ, মাদরাসাতুল মাসায়িল, অসামাজিক কার্যক্রম প্রতিরোধে কার্যকরি ভূমিকা গ্রহন, শরীয়ত ও সামাজিক বিচারে সাহসী ভূমিকা, লা- মাযহাবি ও বাতিল আকিদার বিরুদ্ধ্যে শ'খানেক বহস, লন্ডনে মসজিদ প্রতিষ্ঠা, আরব, ইরাক, ইরান, মিশর সহ বিদেশে তাবলীগি সফর, সৌদি বাদশাহর আমন্ত্রনে রাজকীয় মেহমান হিসাবে রাজ সভায় যোদগান এবং পবিত্র খানায়ে কাবার চাবি মোবারত হাতে পাওয়া ও চুম্বন করার সৌভাগ্য, সৌদি আরবের বিখ্যাত খাইরীয়া মাদ্রাসার মাহফিলে তৎকালিন পূর্ব পাকিস্তানের দেশ বরন্য আলেমেদ্বীন হিসাবে আরবী ভাষায় বক্তৃতা , মদনা
দরবার শরীফে ভিবিন্ন দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্টা করে আশেকে ইলাহী আশেকে রাসূল, হাদিয়ে জামান হযরত পীর সাহেব কেবলা তার আওলাদ ফরজন্দ আত্মীয় স্বজন ও সমস্ত মুরিদ মোহেব্বীনগনকে শোক সাগরে ভাসিয়া ১১ ফ্রেরুয়ারী ২০১০ রোজ বৃহস্প্রতিবার সকাল ৮ ঘটিকার সময় ৯৫ বছর বয়সে ইহধাম ত্যাগ করে আপন বন্ধু আল্লাহ তায়ালার সাথে মিলিত হলেন (ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহে রাজেউন)। ১১ ফ্রেরুয়ারী ২০১০ ইং রোজ বৃহস্প্রতিবার বিকাল ৫ ঘটিকায় প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতে হযরত পীর সাহেব কেবলার সুযোগ্য উত্তরসূরী ছোট সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোঃ মাহবুবুর রহমান সাহেব জানাযার নামাজের ইমামতি করেন।

মদনা দরবার শরীফের প্রতিবছর মরহুম পীর ছাহেব কেবলার ঈসালে ছওয়াব মাহফিল ৯, ১০, ১১ ফ্রেরুয়ারী (২৭,২৮,২৯ মাঘ) অনুষ্টিত হয়।

 
Top