যাদের ভক্তিতে মুক্তি মিলে, আক্বিদা রক্ষায় বায়াতের তাৎপর্য ও সৎসঙ্গীর প্রভাব।
লেখকঃ (মাসুম বিল্লাহ সানি)

যাদের ভক্তিতে মিলে মুক্তিঃ
═══════════
মুক্তির অন্বেষণে কাদের ভক্তি জরুরি?

আল-কুরআনেই মিলেছে মুক্তির দিশা।
"হে আল্লাহ আমাদেরকে সরলপথ প্রদর্শন করুন। তাদেরই পথে যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। 1

তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাগণ কারা? 

জবাব দিয়েছে স্বয়ং কালামুল্লাহ শরীফ।
"নিয়ামত প্রাপ্ত বান্দাগণ হলেন নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ এবং সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ তথা আউলিয়ায়ে কেরামগণ।" 2

কাদের অনুসরণে মিলবে মুক্তির রাজটিকা?

"হে মুমিনগণ! তােমরা আনুগত্য কর আল্লাহ, তাঁর রাসূল ও উলিল আমরের।" 3
"যে ব্যাক্তি আমার আনুগত্য করল, সে আল্লাহর আনুগত্য করল এবং যে ব্যাক্তি আমার অবাধ্যাচরণ করল, সে আল্লাহরই অবাধ্যাচরণ করল। 4
"হে রাসুল! আপনি বলে দিন - তোমরা যদি আল্লাহর ভালবাসা চাও, তাহলে আমাকে অনুসরণ কর। তবেই আল্লাহ তোমাদের ভালবাসবেন। 5

তাদের আনুগত্য ও ভালবাসায় কি ফায়দা?

"তুমি যাকে ভালােবাসঃ
তার সাথেই তুমি জান্নাতে থাকবে।" 6
তার সাথেই তোমার হাশর হবে।" 7

অতএব, সরল পথ কোনটা?

"এটাই আমার সরল পথ তােমরা এ পথের অনুসরণ কর।" 8

আক্বিদা রক্ষায় বায়াতের তাৎপর্যঃ
═══════════════

"তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য উসীলা তালাশ করো।" 9
"প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমামের সাথে হাশরে আহ্বান করা হবে।" 10
"যারা রাসূলের এর হাতে বায়আত হয়েছে, আল্লাহর হাত তাদের হাতের উপর।" 11

উস্তাদ ব্যতীত কারো দৃষ্টান্ত এমন যে, কোন আজমীকে মরুর প্রান্তরে ছেড়ে দেয়া হল, আর সে দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে এক উদ্ভ্রান্তের ন্যায় এ প্রান্ত থেকে ঐ প্রাপ্ত দৌঁড়ায় কিন্তু সঠিক কোন দিশা মিলে না।

"যে ব্যক্তি মারা গেল, অথচ তার গলায় বায়আতের বন্ধন রইল না। সে অজ্ঞতার (জাহেলী যুগের মত) মৃত্যুবরণ করলো।" 12

শয়তান তাকে যে কোন মুহূর্তে পথভ্রষ্ট করতে পারে।

"এক যামানা সোহবতে বা আউলিয়া,
বেহ্তের আযসাদ সালাহ তায়াতে বেরীয়া। "একটু সময় ক্বামেল অলীগণের মজলিসে বসা, রিয়াহীন হাজার বছরের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ।" 13

"পাঞ্জেরী তব বিনা, দিশা না মিলায়;
ভবঘুরে জীবন মোর, ঘোর অমানিশায় !"
✍ [এম.বি.সানি]

আকিদা রক্ষায় সৎসঙ্গীর প্রভাবঃ
═══════════

বিখ্যাত কবি শেখ সাদী (রহঃ) বলেছেন,
'সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ'।

তার বাস্তবতা প্রতিনিয়ত এই জগৎ সংসারে পরিলক্ষিত হচ্ছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে স্কুল, কলেজ পড়ুয়া অল্প বয়স্ক যুবকেরা পথভ্রষ্টদের কবলে পরে আকিদা ধ্বংস করে ইমান হারা হচ্ছে।

রাসূল (ﷺ) বলেছেন:
"মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।" 14

"সৎ ও অসৎ বন্ধুর উদাহরণ হল, আতর বিক্রেতা ও কামারের ন্যায়। আতর বিক্রেতার কাছ থেকে সুঘ্রাণ পাওয়া যায়। আর কামার হয়তো তোমার দেহ বা কাপড় পুড়িয়ে দেবে নয়তো তার কাছ থেকে খারাপ গন্ধ পাবে।" 15

তথ্যসূত্রঃ যাদের ভক্তিতে মুক্তি মিলে
════════════════

1.
সূরা ফাতিহা, ১:৫-৭।
2.
সূরা নিসা, ৬৯।
3.
[সূরা আন-নিসা, ৪:৫৯]

আনুগত্য সম্পর্কিত অন্যান্য আয়াতঃ

[সূরা আল-ইমরান ৩১]
[সূরা আন-নিসা, ৪:৮০]
[সূরা আন নুর ৪৭, ৫১, ৫২, ৫৪]
[সূরা মুহাম্মদ,আয়াতঃ৩৩]
[সূরা আরাফ,আয়াতঃ৩]
[সূরা আনফাল,আয়াতঃ১, ২৪]
[আল আহযাব ২১, ৩৬]
[আশ-শুয়ারা ১০৮, ১১০, ১২৬, ১৪৪, ১৬৩, ১৭৯]
[সূরা ফাতহ ১০]

4. মানঃ (সহীহ)
১.সুনানে ইবনে মাজাহঃ হাদিস নাম্বারঃ 3
২.সহিহ বুখারী ২৯৫৭,
৩.সহিহ মুসলিম ১৮৩৫,
৪.সুনানে নাসায়ী ৪১৯৩, ৫৫১০,
৫.মুসনাদে আহমাদ ৭৩৮৬, ৭৬০০, ২৭৩৫০, ৮৩০০, ৮৭৮৮, ৯১২১, ৯৭৩৯, ১০২৫৯।

5.আল ইমরান ৩১

6.হযরত আনাস (রাঃ) সূত্রে।
ক) বুখারী : আস্ সহীহ, ১৩:৯১, হাদিস নং : ৪৭৭৫।
খ) তাবরিযী : মিশকাতুল মাসাবীহ, ১ম পরিচ্ছেদ, পৃ. ৮৫, হাদিস নং : ৫০০৯।
গ) আহমদ ইবনে হাম্বল : আল মুসনাদ, ২৫:৩৪৭, হাদিস নং : ১২৩০১।
ঘ) মুসলিম শরীফ ২য় খন্ড ৩৩১ পৃষ্ঠা।

7.
ক) বুখারী : আস্ সহীহ, ১৯:১৪৫, হাদিস নং : ৫৭০২।
খ) মুসলিম : আস্ সহীহ, ১৬:৯৫, হাদিস নং :৪৭৭৯।
গ) তিরমিযী : আস্ সুনান, ৮:৩৯৬, হাদিস নং : ২৩০৮।
ঘ) আবু দাউদ : আস সুনান, ১৩:৩৩২, হাদিস নং : ৪৪৬২।

8.সূরা আনআম, ১৫৪।

তথ্যসূত্র: সঠিকপথের দিশায় বায়াতের তাৎপর্যঃ
➖➖➖➖➖➖

9.সূরা আল-মায়িদা, ৫:৩৫
10.সূরা বনী ইসরাঈল, ১৭:৭১
11.সূরা আল-ফাতাহ, ৪৮:১০।

12.
১) ইমাম মুসলিম : আস্ সহীহ, বাবু ওজুবি মুলাজামাতি জামা'আতিল মুসলিমীন, ৯:৩৯৩, হাদিস নং : ৩৪৪১।
২) ইমাম খতিব তাবরিযী : মিশকাতুল মাসাবীহ, কিতাবুল ইমারতি ওয়াল কৃঘাআ, ১ম পরিচ্ছেদ পৃ. ৩৩৬, হাদিস নং : ৩৬৭৪।
৩) ইমাম বায়হাকী : সুনানুল কুবরা, ৮:১৫৬।
৪) ইমাম ইবনে বাত্তা : আলি ইবনাতুল কুবরা, বাবু মান খলায় ইয়াদাহু মিন তা'আতি, ১:১৪৯, হাদিস নং : ১৪৪।
৫) ইমাম হাকেম : মুসতাদরাক আলাস্ সহীহাইন, বাবু ওয়া আম্মা হাদিসী আশ'আস ইবনে জাবের, ১:২৫০, হাদিস নং : ২৩৯।

13.
হযরত মাওলনা জালাল উদ্দিন রূমী (রহ.) এর বাণী: মসনবী শরীফ।

আকিদা রক্ষায় সৎসঙ্গীর প্রভাবঃ
➖➖➖➖

14.আবূ হুরাইরা (রাঃ) সূত্রে।
(সনদ হাসান)
১.সুনান আবু দাউদ: ৪৯৩৩।
২.আত-তিরমিযী: ২৩৭৮।

15.
১. সহিহ বুখারী: ২১০১।
২. সহিহ মুসলিম: ২৬২৮।

 
Top