তাফসিরে জালালাইন
আইসারুত তাফাসির
➖➖➖
সূরা ফাতাহ এর   ২৬  নং    আয়াত    والزمهم كلمة التقوى এর ব্যাখ্যায় বর্ণিত হয়েছে  هى لا اله الا الله محمد رسول الله অর্থ: তাকওয়ার   কালিমা    হল    ‘লা    ইলাহা     ইল্লাল্লাহু    মুহাম্মাদুর রাসূলুল্লাহ।’

আইসারুত তাফাসির
=======
‘আইসারুত    তাফাসির    লি    কালামিল    আলিয়্যিল      কাবীর’  গ্রন্থের   লিখক   হলেন   আবু   বকর   জাবির   আল   জাযাইরি।  তিনি   সম্প্রতিককালে মসজিদে  নববীর  ইমাম  ছিলেন। গত ১লা জানুয়ারি  ২০১৬   সালে তিনি ইন্তিকাল   করেন। তদীয়  কিতাবে  তিনি  লিখেছেন-  সূরা  ইব্রাহিমের  ২৪ নং আয়াতে  আল্লাহ বলেন-

الم تر كيف  ضرب  الله  مثلا  كلمة  طيبة  كشجرة  طيبة اصلها ثابت وفرعها فى السماء

অর্থ:   আপনি   কি   দেখেননি   আল্লাহতা’য়ালা   কেমন   উপমা  বর্ণনা   করেছেন? কালিমায়ে  তাইয়্যিবাহ  হল পবিত্র  বৃক্ষের মত। তার শিকড় মজবুত এবং শাখা আকাশে।

উক্ত আয়াতের ব্যাখ্যায় আল জাযাইরি বলেন-
كلمة طيبة هى لا اله الا الله محمد رسول الله
অর্থাৎ উক্ত আয়াতে কালিমায়ে  তাইয়্যিবাহ  হল ‘লা  ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।’

এর কয়েক লাইন পরে আবার তিনি লিখেছেন-

فكلمة الايمان  لا اله الا الله محمد رسول الله- (وفى الاخرة) اى فى القبر اذهو عتبه الدار الاخرة عند ما يسألهم  الملكان عن الله وعن الدين والنبى- فيثبتهم بالقول الثابت  وهو    الايمان واصله لا اله الا الله محمد رسول الله

অর্থ:    অতএব  ঈমানের  কালিমা  হল-   ‘লা  ইলাহা   ইল্লাল্লাহু মুহাম্মাদুর   রাসূলুল্লাহ।’   অতঃপর পরকালের প্রথম মনজিল তথা  কবরে  যখন   দু’জন  ফেরেস্তা  তাদেরকে  প্রশ্ন   করবেন আল্লাহর    সম্বন্ধে,    ধর্মের     ব্যাপারে     এবং      নবী     সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে, তখন তাদেরকে মজবুত বাক্য     দ্বারা    প্রতিষ্ঠিত    করবেন।   ইহাই    হল   ঈমান।     আর ঈমানের       মূল         হল       ‘লা        ইলাহা       ইল্লাল্লাহু       মুহাম্মাদুর রাসূলুল্লাহ।’

 
Top