"দয়াল মুর্শিদে মহান"
[লেখক :: আরিফ ওয়াকিজ]

প্রাণ বিহীন দেহ পরিয়া
ছিলো বহুকাল বহুদিন,
মিলিত হইবো প্রাণের সনে
আসিলো ফের সুদিন।

মনের পর্বত শুকিয়ে গেলো
ঝর্নার দেখা নাই
সুর বিহীন একলা কত
বিরহের গীত গাই।

ভোমর হয়ে ঘুরে বেরাই
পুষ্পের দেখা কই!
আমার প্রেমের কুসুম কলি
কোথায় প্রাণ সই?

মরিয়া নিথর হইয়া আমি
দাফনের কেবল বাকি,
এমন ক্ষণে মন আকাশে
প্রেমের কিরণের উঁকি।

সাজাও সকল রাজ্য মিত্র
জাগিয়া উঠুক প্রাণ,
রাজ্যে পরিবে রাজার চরণ
ইস্তেকবালে সবে দাড়ান।

বহিবে বাতাস প্রেমের বাগে
ফুটিবে পুষ্প কলি,
মাতিবে গোটা রাজ্য মহল
প্রেম বঞ্চনায় দোলি।

দুঃখী অভাগা প্রজা সকলে
বেদনা কেনো ভাই!
রাজ্যে মহান মুনিব আসিবে
আনন্দের কুল নাই।


আলোর ধারা বহিবো আবার
ফের গাহিবো গান,
দেখো সখি আসিলো মোর
দয়াল মুর্শিদে মহান।

ওয়াকিজ মাতিয়া জগৎ ঘুরি
জানায় বিনয় সুরে,
মদীনার সেই নূরের ধারা
আসিলো মোদের তরে।


 
Top