সাধারণ মানুষের জন্য কবর অত্যাধিক উঁচু বানানো সুন্নাতের খেলাফ


ইমামে আহলে সুন্নাত আ'লা হযরত বলেন,

“ক্ববর উঁচু বানানো হল সুন্নাতের খেলাফ। (রাদ্দুল মুহতার, কিতাবুস সালাত, খন্ড- ৩, পৃষ্ঠা- ১৬৮)

আমার আব্বাজান ও আমার আম্মাজানের কবর দেখো এক বালিশ্তের (এক বিলতা) চেয়ে উঁচু হবে না।

(মালফুজাত-ই আলা হযরত, পৃষ্ঠা- ৪২৮, মাকতাবাতুল মাদীনা,করাচী)


তিঁনি আরো বলেন, “আকাবির ওলামাগণ ওলামা ও মাশায়েখদের কবরে ইমারত (মাযার) তৈরি করার ইজাযত প্রদান করেছেন। কাশফুল গাতফানে আছে, মাতালিবুল মুবিনে লেখা আছে যে, সালফে সালেহীনগণ মশহুর ওলামা এবং মাশায়েখগণের কবরে ইমারত নির্মাণ করাকে মুবাহ রেখেছেন। কারন লোকেরা যিয়ারত করবে এবং সেখানে বসে আরাম নেবে। কিন্তু যদি অলংকারের জন্য বানায় তাহলে তা হবে হারাম।

(ফতোয়ায়ে রেজভীয়াহ, খন্ড- ৯, পৃষ্ঠা- ৪১৮, জামিয়া নিযামিয়া লাহোর)

 
Top