আউলিয়ায়ে কেরামগনের মাযারে মনগড়া রীতিরেওয়াজ। আ'লা হযরতের ফতোয়া হল-


“আউলিয়ায়ে কেরামের মাযার শরীফে প্রত্যেক বছর উপস্থিত হয়ে ক্বোরআন তিলাওয়াত করা এবং মজলিস করা এবং তার সওয়াব আরওয়াহে তাইয়্যেবাহ (পবিত্র রূহসমূহ)’র মধ্যে পৌঁছানো জায়িয আছে কিন্তু শর্ত হচ্ছে যে, শরীয়তের নিষিদ্ধ কাজ সমূহ যেমনঃ মেয়েদের নাচ গান ও মুজামির (রক্ত ঝরানোর অস্ত্র) হতে বেঁচে থাকতে হবে।  সাধারনত স্ত্রীলোকদের কবরে এবং মাজমুয়াতে (সমাবেশে) যাওয়া উচিত নয় বিনা হিজাবে। এবং তামাশার জন্য মিলাদ করা এবং ছবি তোলা এসব হলো গুনাহ ও নাজায়িয। যে ব্যক্তি এসবে লিপ্ত থাকে তাকে ইমাম বানানো উচিত নয়।”

(ফতোয়ায়ে রেজভীয়াহ, খন্ড- ০৪, পৃষ্ঠা- ২১৬, রেযা একাডেমী, মুম্বাই)


 
Top