মাযার বিষয়ক ফতোয়া |আ'লা হযরতের ফতোয়া হল-

প্রশ্ন- কোন ওলীর খেয়াল খুশি মত অন্য কেন ওলীর মকল মাযার বানানো এবং তাতে চাদর চাপানো, ফাতেহা পাঠ করা ও আসল মাযারের মত আদব কায়দা করা এবং সম্মান করা কি জায়িয? যদি কোন মুর্শিদ স্বপ্নের মধ্যে কোন মুরীদকে নকল মাযার করার ইযাজত দেন তাহলে তার সেই কথা কবুল করা হবে কি না?


এর জবাবে ইমাম সাহেব (রহ.) বলেন,

“নিজের খেয়াল খুশি মতো নকল মাযার তৈরী করা ও আসল মাযারের মত আচরণ করা হল নাযায়েজ ও বিদয়াত। স্বপ্নের কথা শরীয়তের বিরূদ্ধে হলে তা শোনা যাবে না।

(ফতোয়ায়ে রেজভীয়াহ, খন্ড- ৯, পৃষ্ঠা- ৪২৫, জামেয়া নিযামিয়া লাহোর)

 
Top