عَنْ  عَلْقَمَةَ  عَنْ   وَائِلٍ  عَنْ  أَبِيهِ  أَنَّ  النَّبِيَّ    ﷺ  َقرَأَ  ‏:  ‏ ‏(غَيْرِ  الْمَغْضُوبِ   عَلَيْهِمْ  وَلاَ الضَّالِّينَ   ‏)‏ فَقَالَ  ‏ آمِينَ  ‏‏.‏ وَخَفَضَ بِهَا صَوْتَهُ. رواه الترمذي و أحمد و الحاكم

উচ্চারণঃ  ‘আন    ‘আলক্বামাতা   ‘আন   ওয়া-ইলিন  ‘আন  আবীহি  আন্নান্নাবিয়্যা ছাল্লাল্লাহু ‘আলাইহি  ওয়া সাল্লামা ক্বারাআঃ       (গ্বাইরিল       মাগদ্বু      বি        ‘আলাইহিম      ওয়া লাদ্দ্বোয়াল্লীন)   ফাক্বালা   “আমীন”।  ওয়া    খাফাদ্বা  বিহা ছাওতাহু।  রাওয়ায়হুত  তিরমিজি  ওয়া  আহমাদ,   ওয়া  হাকিম।

অনুবাদ:   হযরত  ওয়ায়িল  হুযর  (রাদ্বিয়াল্লাহু   তা’আলা আনহু)  থেকে।  তিনি  তার  পিতা  থেকে  বর্ণনা  করেন,  নবীজী  (ﷺ)  নামাজে   (গায়রিল  মাগদ্বুবি  আলাইহিম,  ওলাদ্দ্বোয়াল্লিন) পড়লেন- অতঃপর বললেন, “আমিন”। নবীজী (ﷺ)  আমিন বলার  সময়  স্বরকে  নিচু করলেন (আস্তে পড়লেন)।

[সুনানে তিরমিজি ২৪৭;  মুসনাদে আহমদ বিন হাম্বল- ৪/৩১৬; মুস্তাদরাক হাকেম- ২৯১২]

 
Top