♦একটু সময় নিয়ে পড়ুন, শেয়ার করুন, মানুষের ইমান বাচাঁনঃ

"আপনারা প্রায়ই দেখে থাকবেন আপনার কোন এক ফ্রেন্ড আপনাকে মেসেজ করেঃ
- যাতে আল্লাহর কয়েকটা নাম থাকে।
- কালেমা অথবা দোয়া থাকে।
- আর লেখা থাকে এই মেসেজটা ২০ জনকে পাঠান, তাহলে আগামীকাল ১/৩/৫টি সুসংবাদ পাবেন। ১০০% গ্যারান্টি.!

♦ এতে মারাত্মক পাপঃ

আপনি কি জানেন এটা হতে পারে মূর্খ জ্ঞানহীন মানুষ যারা তাবলিগের নামে সওয়াব করতে গিয়ে আরো গোনাহ করে ফেলে। অথবা ইহুদী খৃষ্টানদের চক্রান্ত যারা মুসলমানদের ইমান ধবংশ করতে চায়?

- মুসলমানদের তকদীরে বিশ্বাস করা ফরজ তাই কোন ব্যক্তি যদি নিশ্চিত সুসংবাদ পাবে বলে দেয় তাহলে ভাগ্যে বিশ্বাস করলেন না, আর এতে আপনার ইমান হারানোর আশংকা রয়েছে।
- কেউ গনকের কাছে ভবিষ্যৎ জানতে চাইলে যেমন তার ৪০ দিনের ইবাদত কবুল হবে না। (আল-হাদিস) তেমনি আগামীকাল সুসংবাদ পাবেন এটাতেও বিশ্বাস করা যাবে না তাতে ইবাদত নষ্ট হওয়ার আশংকা আছে।
- ওরা চায় আল্লাহর নামের উপর থেকে মুসলমানরা যেন বিশ্বাস হারিয়ে ফেলে। কারণ কালকে যদি আপনি ১/৩/৫ টি সুসংবাদ না পান, তবে আল্লাহর নামের উপর থেকে আপনার আস্থা নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর নামের উপর থেকে আস্থা নষ্ট হওয়া মানেই কাফের হয়ে যাওয়া !
- এটা এক প্রকার মন্দ বিদআত তথা বিদআতে সাইয়্যার অন্তর্ভুক্ত পাপ।

♦ তাই সাবধান হোন, অন্যকে সাবধান করুন ! আল্লাহ সবাইকে রক্ষা করুন ! এই পোস্ট টা সর্বাধিক শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। কারণ আপনার একটা শেয়ারের কারণেই অনেকের ঈমান বেঁচে যাবে।
Answered By →
★ Masum Billah Sunny
★ www.sunni-encyclopedia.blogspot.com

 
Top