নাসির উদ্দিন আব্দুল করিমের বর্ণনা
==============
নাসির  উদ্দিন  আব্দুল  করিম  লা  মাযহাবীদের  একজন  মান্যবর    শেখ।     তিনি      রিয়াদ    উসূলুদ্দীন     কলেজের  শিক্ষক।  তিনি  مباحث فى  عقيدة  اهل السنة  والجماعة গ্রন্থে বর্ণনা করেছেন-

ان الرسول صلى الله عليه وسلم قضى ثلاثا وعشرين سنة  فى الدعوة الى الله هى عهد النبوة منها ثلاث عشرة سنة فى مكة جلها كانت فى الدعوة الى التحقيق- لا اله الا الله محمد رسول الله- اى الدعوة الى توحيد الله تعالى-

অর্থ:  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু   আলাইহি  ওয়াসাল্লাম সূদীর্ঘ ২৩      বৎসর       পর্যন্ত       আল্লাহতায়ালার      পথে      দ্বীনের দাওয়াতে অতিবাহিত করেছেন। তন্মধ্যে ১৩ বছর ছিল মক্বাশরীফে।   তার     পূরোটাই   ছিল   তাওহীদের   দিকে আহবান।   আর   তাওহীদের    কালিমা   হল   ‘লা    ইলাহা ইল্লাল্লাহু        মুহাম্মাদুর         রাসূলুল্লাহ।        (মাবাহিসু        ফি  আকিদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামায়াহ. পৃষ্ঠা ১৮)

 
Top