عَنْ  أَنَسِ  بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ  ﷺ الْإِحْسَانُ  أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ

উচ্চারণ:   ‘আন    আনাস   ইবনে   মালেক   ক্বালা,     ক্বালা রাসূলুল্লাহি     ﷺ     আল     ইহসানু     ‘আন        তা’বুদাল্লাহা  কাআন্নাকা   তারাহু  ফাইন লাম তাকুন তারাহু  ফাইন্নাহু  ইয়ারাক।

অনুবাদ:    হযরত আনাস (রাদ্বিয়াল্লাহু   তা’আলা আনহু) থেকে   বর্ণিত।   ,   তিনি    বলেন-   নবীজী   ﷺ   এরশাদ  করেন, ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত করবে  যেন   তুমি  আল্লাহকে   দেখছ।  আর  যদিও  তুমি তাঁকে   দেখতে    না   পাও,   তুমি    মনে    করবে,    আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন।

[মুসনাদে   ইবনে  রাবিহ,   ১/৪২   হা:  ৫৬   ইবনে  রজব হাম্বলি কৃত জা'মিউল উলুম ওয়াল হিকাম ১/৩৬]

 
Top