অযুর ১৪টি সুন্নাত


হানাফী মাযহাব মতে অযুর পদ্ধতিতে অযুর কিছু সুন্নাত ও মুস্তাহাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এখন তার বিস্তারিত আলোচনা লক্ষ্য করুন: 

❁ নিয়্যত করা 

❁ بِسْمِ الله পড়া। যদি অযুর পূর্বে কেউ بِسْمِ اللهِ وَالْحَمْدُ لِلّٰه বলে, তাহলে যতক্ষণ অযু সহকারে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তাগণ তাঁর জন্য নেকী লিখতে থাকবে। 

❁ উভয় হাত কব্জি পর্যন্ত তিনবার ধোয়া 

❁ তিনবার মিসওয়াক করা

❁ তিন অঞ্জলি পানি দিয়ে তিনবার কুলি করা, 

❁রোযাদার না হলে গড়-গড়া করা 

❁ তিন অঞ্জলী পানি দিয়ে তিনবার নাকে পানি দেয়া। 

❁ দাঁড়ি থাকলে (ইহরামে না থাকাবস্থায়) দাঁড়ি খিলাল করা।      

❁ হাত ও 

❁ পায়ের আঙ্গুল সমূহ খিলাল করা। 

❁ সম্পূর্ণ মাথা একবার মাসেহ করা। 

❁ কান মাসেহ্ করা 

❁ অযুর ফরযগুলোতে ধারাবাহিকতা রক্ষা করা। (অর্থাৎ প্রথমে মুখ তারপর কনুই সহ হাত ধোয়া, তারপর মাথা মাসেহ্ করা তারপর পা ধোয়া) আর 

❁ একটি অঙ্গ শুকানোর আগে অন্য অঙ্গ ধৌত করা। (বাহারে শরীয়াত, ১ম খন্ড, ২৯৪ পৃষ্ঠা) 


 
Top