২৪- كِتَابُ اللَّبَاسِ وَالزِّيْنَةِ

১- بابُ مَا جَاءَ فِيْ قَلَنْسُوْةِ رَسُوْلِ اللهِ

٤٢٨- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَطَاءٍ، عَنْ أَبِيْ هُرَيْرَةَ، قَالَ: كَانَ لِرَسُوْلِ اللهِ  قَلَنْسُوَةٌ شَامِيَّةٌ.

وَفِيْ رِوَايَةٍ: عَنْ عَطَاءٍ، عَنْ أَبِيْ هُرَيْرَةَ، قَالَ: كَانَ لِرَسُوْلِ اللهِ  قَلَنْسُوَةٌ بَيْضَاءُ شَامِيَّةٌ.


২৪. পোশাক ও সৌন্দর্য অধ্যায়


বাব নং ২১৩. ১. রাসূল (ﷺ)  টুপির বর্ণনা


৪২৮. অনুবাদ: ইমাম আবু হানিফা আতা থেকে, তিনি আবু হোরায়রা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) ’র টুপি ছিল শামী অর্থাৎ শাম দেশীয়।  অন্য বর্ণনায় আতা আবু হোরায়রা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) ’র টুপি ছিল সাদা শাম দেশীয়। 

(শুআবুল ঈমান, ৮/২৯৩/৫৮৪৮)


ব্যাখ্যা: রাসূল (ﷺ)  টুপী পরিধান করতেন, এ বিষয়ে অনেক সহীহ হাদিস বিদ্যমান। তবে কোন হাদিসে শামী, কোন হাদিসে ইয়েমেনী আবার কোন হাদিসে মিশরী টুপীর কথা উলে­খ আছে। তিনি পাগড়ী ছাড়াও টুপী পরতেন আবার পাগড়ীর সাথেও টুপী পরতেন। তবে সফরে ও যুদ্ধে কানওয়ালা টুপী পরতেন। 


❏ইমাম শা’রানী (رحمة الله) বলেন,


وكان النبى صلى الله عليه وسلم يأمر بستر الرأس فى الصلوة بالعمامة والقلنسوة


“নবী করমি (ﷺ)  নামাযে টুপী ও পাগড়ী দ্বারা মাথা ঢাকতে নির্দেশ দিয়েছেন এবং খালী মাথায় নামায পড়তে নিষেধ করেছেন।”  ২০৪

➥ আল্লামা আব্দুল ওয়াহাব শা’রানী (৯৭৩হি), কাশফুল গুম্মাহ, খন্ড ১ম, পৃষ্ঠাঃ  ৭৮, মিশর

 
Top