ইমাম আহমদ বিন হাম্বল রহঃ তার المسند কিতাবে সায়্যিদুনা হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু তা'আলা হতে বর্ণনা করেন, عن ابن عباس، قال: قال رسول الله ﷺ : رايت ربي تبارك وتعالي
"আল্লাহর রাসুল ﷺ ইরশাদ করেন, আমি আমার মহিয়ান গরিয়ান প্রভুকে (মিরাজ রজনীতে) দেখেছি।"
☞ ক. ইমাম আহমদ বিন হাম্বল, আল মুসনাদ, ৪/৩৫০ পৃঃ, হাদিস নংঃ ২৫৮০।
খ.ইমাম আহমদ বিন হাম্বল, আল মুসনাদ, ৪/৩৮৬ পৃঃ, হাদিস নংঃ ২৬৩৪, এ কিতাবের তাহকীককারী শায়খ শুয়াইব আরনাউত এটিকে সহীহ বলেছেন।
গ. ইমাম আবু সাঈদ ইবনে আরাবী, আল-মু'জাম, হাদিস নংঃ ৪০৫
ঘ. ইমাম ইবনে আসেম, আস সুন্নাহ, ১/১৮৮ পৃঃ, হাদিস নংঃ ৪৩৩
ঙ. ইমাম ইবনে আসেম, আস সুন্নাহ, ১/১৯১ পৃঃ, হাদিস নংঃ ৪৪০
চ. ইমাম আজরী, আশ- শারিয়াহ, ৩/১৫৪২ পৃঃ, হাদিস নংঃ ১০৩৩
ছ. ইমাম ইবনে সালেহী শামী, সবলুল হুদা ওয়ার রাশাদ, ৩/৬৩ পৃঃ।
জ. ইমাম ইবনে কাসীর, তাফসীরে ইবনে কাসীর, ৭ম খন্ড, ৪৫০ পৃঃ, তিনি বলেন: فاانه حديث اسناده عالي شرط الصحيح - নিশ্চয় এই হাদিসটি সহীহ বুখারীর শতানুসারে সহীহ।

"ইমাম জালালুদ্দিন সুয়ুতি রহঃ তারالخصاءص الكبري কিতাবে এবং ইমাম আব্দুর রহমান মানাভী রহঃ আলোচ্য হাদিসখানাকে তার تيسرشرحاالجمع الصغير কিতাবে সহীহ সনদে বর্ণনা করেছেন।"

☞ইমাম জালালুদ্দিন সুয়ুতি রহঃ এটি সংকলন করার পূর্বে লিখেন- واخرج احمد بسند صحيح عن ابن عباسعباس- "ইমাম আহমদ রহঃ সহীহ সনদে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু হতে বণনা করেন।"(ইমাম সুয়ুতি, খাসায়েসুল কোবরা, ১/২৬৭ পৃঃ)
আল্লামা মানাভী রহঃ বলেন - باسند صحيح --এ হাদিসটির সনদ সহীহ (ইমাম মানাভী, তাইসীর বিশারহে জামেউস সাগীর, ২/২৫ পৃঃ)
ইমাম নুরুদ্দীন হাইসামী রহঃ বলেন- رواح احمد، ورجال الصحيح- " হাদিসটি ইমাম আহমদ রহঃ বর্ণনা করেছেন, হাদিসের সকল রাবী সহীহ বুখারীর ন্যায়।"(হায়সামী, মাযমাউয-যাওয়াইদ,১/৭৮ পৃঃ, হাদিস নংঃ ২৪৭)
এমনকি আহলে হাদিসদের মান্যবর নাসিরুদ্দিন আলবানীও এটিকে সহীহ বলেছেন। (আলবানী, সহীহুল জামে, হাদিস নংঃ ৩৪৬৬)


ইমাম তাবরানী রহঃ সহ আরও অনেকে সংকলন করেন, عن ابن عباس رضي الله عنهام كان يقول: ان محمد ﷺ، راي ربه مرتين: مرة ببصره، ومرة بفءاده
"হজরত ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন রাসুল ﷺ দুইবার আল্লাহ তা'আলাকে দেখেছেন।একবার চমচোখে, একবার অন্তর চোখে।"
☞ক.ইমাম তাবরানী, মুজামুল কাবীর, ১২/১৭ পৃঃ, হাদিস নংঃ ১২৫৬৪
খ.ইমাম তাবরানী, মুজামুল আওসাত, ২/৩৫৬ পৃঃ, হাদিস নংঃ ৫৭৫৭
গ. ইমাম কাসতালানী, আল-মাওয়াহিবুল লাদুনিয়্যাহ, ৩/৩৯৭ পৃঃ
ঘ. আল্লামা বদরুদ্দীন আইনি, উমদাতুল ক্বারী,১৯/১৯৯ পৃঃ
ঙ. ইমাম সুয়ুতি, খাসায়েসুল কোবরা, ১/২৬৭ পৃঃ, দারুল ইলমিয়্যাহ, বয়রুত,লেবানন।
চ. মাওলানা আশরাফ আলী থানভী, নশরুত্তীব,৫৫ পৃঃ।

ইমাম কাজী আয়াজ(রহ:) সংকলন করেন, وقال ابن عابس هو مقدم ومؤخر تدلي الرفرف لمحمد ﷺ ليلة المعراج فجلس عليه ثم رفع فدنا من ربه قال فار قني جبريل وانقطعت عني الاصوات وسمعت وسمعت كالام ربي عزوجل
"হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু এখানে পূর্বাপর বর্ণনা করেছেন। অর্থাৎ, মিরাজ রাতে হজরত মুহাম্মদ ﷺ নিকট রফরফ আসলো। তিনি তার উপরে ওঠে বসলেন তারপর তাকে উপরে উঠানো হল।এমনকি তিনি আপন প্রভুর নিকটবর্তী হলেন। হুজুর ﷺ বললেন, তারপর জিবরাইল আঃ আমার নিকট থেকে বিদায় হয়ে গেলেন।সকল আওয়াজ বন্ধ হয়ে গেল।তখন আমি আমার প্রভুর কালাম বা কথা শুনলাম।
☞ ক. ইমাম কাজী আয়াজ, শিফা শরীফ,১/১১৭ পৃঃ
খ. আল্লামা মোল্লা আলী ক্বারী, শরহে শিফা, ১/৪৪০ পৃঃ

ইমাম দায়লামী রহঃ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন।তিনি বলেন, রাসুল ﷺ ইরশাদ করেন, رايت ربي عزوجل ليس كمثله شيء
" আমি আমার রব আল্লাহ তা'আলাকে দেখেছি, তবে তার সাথে সাদৃশ্য/তুলনা নেই।"
☞ইমাম দায়লামী, আল-ফিরদাউস, ২/২৫৪ পৃঃ, হাদিস নংঃ ৩১৮৩

ইমাম কাজী আয়াজ রহঃ সংকলন করেন, وذكر النقاش عن ابن عباس رضي الله عنه في قصة الاسراء عنه ﷺفي قوله دنا فتدلي قال فار قني جبريل فانقطعت الاصوات عني فسمعت كالام ربي وهو يقول : ليهدا روعك يا محمد ادن وفي حديث انس في الاسراء نحو منه
"হজরত নাক্কাশ রহঃ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বণনা করেন, তিনি বলেন রাসুল ﷺ মিরাজ সম্পর্কিত বর্ণনায় আল্লাহর বাণী دنا فتدلي সম্পর্কে আমাকে বলেন, যখন হজরত জিবরাইল আঃ আমাকে একাকী রেখে চলে গেলেন। যখন সব ধরনের শব্দ বা ধ্বনি বন্ধ হয়ে গেল। তখন আমি প্রভুর বাণী শুনতে পাই যে, তিনি আমাকে বলেছেন, তোমার ভয় ভীতি দুর হবার কথা। হে মুহাম্মদ ﷺ! আসুন আমার নিকটে আসুন।অনুরুপ শব্দে হজরত আনাস রাদ্বিয়াল্লাহু আনহু এর সুত্রেও বর্ণনা রয়েছে।"
☞ ক. ইমাম কাজী আয়াজ, শিফা শরীফ: ১/১১৭পৃঃ
খ. আল্লামা মোল্লা আলী ক্বারী, শরহে শিফা, ১/৪৩৮ পৃঃ
গ. আল্লামা শাহাবুদ্দীন খিফফাজী: নাসিম্বুর রিয়াদ্ব: ২/২৮০ পৃঃ
এ হাদিস থেকে প্রমাণিত হল যে, মিরাজে রাসুল ﷺ এর হজরত জিবরাইল আঃ সঙ্গ ত্যাগ হয়েছিল। এ বিষয়ে মোল্লা আলী ক্বারী রহঃ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু এর বর্ণনা প্রসঙ্গে লিখেন-
والحاصل انه اختلفت الرواية عن ابن عباس في مسالة الرؤية(والاشهر عنه) اي عن ابن عباس(انه راي بعينه روي ذلك) اي القل الاشهر (عنه من طرق) اي باسانيد متعددة اقتضت الشهرة
"পরিশেষে এ কথায় উপনীত হয়, আল্লাহ তা'আলাকে (চর্ম চোখে নাকি অন্তর চোখে দেখেছেন) দেখা নিয়ে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু হতে মতানৈক্য থাকার পরেও (তার থেকে সুপ্রসিদ্ধ বর্ণনা হল) অর্থাৎ, হজরত ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বণিত হয়েছে, (নিশ্চয় প্রিয় নবী রাসুলে আরাবী ﷺ তার চর্ম চোখে মহান আল্লাহকে দেখেছেন।আর এটি তার) সুপ্রসিদ্ধ বক্তব্য (আর এটি তার থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে) অর্থাৎ, বিভিন্ন সুত্রে বিভিন্ন ধারায় প্রসিদ্ধভাবে বর্ণিত হয়েছে।"
☞ইমাম মোল্লা আলী ক্বারী, শরহে শিফা, ১/৪২৪ পৃঃ

ইমাম বায়হাকী রহঃ লিখেন-
وذهب انن عناس الي انه راي ربه مرتين
"হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু এ মত পোষণ করেছেন যে, প্রিয় নবী রাসুলে আরাবী ﷺ মহান রব তা'আলাকে দু'বার দেখেছেন।"
☞ইমাম বায়হাকী, আল ই'তিকাদ, ১/৩০৩ পৃঃ)
 
Top