♦Jannatul Baqi
Jannatul Baqi (Garden of Heaven) is the main cemetery of Madinah. Buried there are many members of the Prophet’s (peace and blessings of Allah be on him) close family, around ten thousand of his companions (Sahabah) and many prominent, pious personalities.

♦Aisha (may Allah be pleased with her) reported (that whenever it was her turn for the Prophet (peace and blessings of Allah be on him) to spend the night with her) he would go out towards the end of the night to al-Baqi and say: “Peace be upon you, abode of a people who are believers. What you were promised would come to you tomorrow, you receiving it after some delay; and God willing we shall join you. O Allah, grant forgiveness to the inhabitants of Baqi al-Gharqad.” [Muslim]


♦Baqi means the land in which the roots of different trees are embedded, Gharqad is the name of a thorny tree (Boxthorn) which were abundant in Baqi. Hence the cemetery also came to be known as Baqi al-Gharqad.
The first person to be buried in al-Baqi was As’ad Bin Zararah (may Allah be pleased with him), an Ansari companion who died soon after the Prophet ‘s (peace and blessings of Allah be on him) migration to Madinah. The Prophet (peace and blessings of Allah be on him) chose the spot to be a cemetery. The first of the Muhajirun (Emigrants) to be buried there was Uthman bin Mazoun who died shortly after the Prophet (peace and blessings of Allah be on him) returned from the battle of Badr.




যারা মাযার শরীফের বিরুদ্ধে কথা বলছে মূলত এরা ইহুদীদের এজেন্ট ওহাবী। এই ওহাবীদের কিছু কর্মকাণ্ড এখানে সংযুক্ত করে দেয়া হলো, যেগুলা দেখলে সহজে বুঝতে পারেন একমাত্র ইহুদী এজেন্ট ওহাবী সালাফী দেওবন্দীরাই মাযার শরীফের বিরোধীতা করে।
আসুন জেনে নেই, ইহুদী বংশোদ্ভূত সউদী সরকার ১৯২৫ সালে ক্ষমতায় বসার পর মক্কা ও মদীনা শরীফে কি কি ইসলামী ঐতিহ্য ধ্বংস করেছে:

মসজিদ:
১) সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু’র ঐতিহাসিক মসজিদ ও মাজার শরীফ।
২) হযরত ফাতিমাতুজ জাহরা রদ্বিয়াল্লাহ তায়ালা আনহা ঐতিহাসিক মসজিদ।
৩) আল মানরাতাইন মসজিদ।
৪) নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত বংশধর হযরত জাফর ইবনে ছদ্বিক রহমতুল্লাহি’র পুত্র হযরত আলী আল উরাইদি রহমতুল্লাহি মসজিদ এবং মাজার শরীফের গম্বুজ। ২০০২ সালের ১৩ আগস্ট তা ডিনামাইট দিয়ে ধ্বংস করা হয়।
৫) খন্দকের ময়দানে ৪টি ঐতিহাসিক মসজিদ।
৬) আবু রাশিদ মসজিদ
৭) হযরত সালমান ফারসী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু মসজিদ, মদীনা শরীফ।
৮) রাজত আল শামস মসজিদ, মদীনা শরীফ।

মাজার শরীফ:
১) জান্নাতুল বাক্বি, মদীনা শরীফ। যেখানে প্রায় ৭ হাজার সাহাবীর মাজার শরীফ বিদ্যামান ছিলো। ১৯২৫ সালের ৮ই শাওয়াল সউদী ওহাবীরা জান্নাতুল বাকিতে হামলা চালায়। তারা নবীজির পবিত্র বংশধর এবং সম্মানিত সাহাবীগণের পবিত্র মাজার শরীফগুলো সাথে জঘণ্যধরনের বেয়াদবি করে। (নাউযুবিল্লাহ)।
২) জান্নাতুল মুয়াল্লা, মক্কা শরীফ। সেখানে নবীজির পারিবারিক অতি ঘনিষ্টজনদের, যেমন: নবীজির সম্মানিত পূর্বপুরুষ এবং উম্মুল মু’মীনিন হযরত খাদিজাতুল কুবরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা’র পবিত্র মাজার শরীফ ছিলো। ১৯২৫ সালে এ পবিত্রস্থান ধ্বংস করে সউদী ওহাবীরা।
৩) নবীজি সম্মানিত আব্বাজানের পবিত্র মাজার শরীফ ধ্বংস করা হয়।

৪) নবীজির সম্মানিত আম্মাজানের পবিত্র মাজার শরীফ ধ্বংস করা হয় ১৯৯৮ সালে।
৫) নবীজির সম্মানিত বংশধর হযরত মুসা কাজিম রহমতুল্লাহির সম্মানিত আম্মাজান এবং হযরত জাফর ছাদিক রহমতুল্লাহি’র সম্মানিত স্ত্রী’র পবিত্র মাজার শরীফ ধ্বংস করা হয়।
৬) উহুদের ময়দানে শহীদান সাহাবীগণের পবিত্র মাজার শরীফ ধ্বংস করা হয়।
৭) ১৯৭৫ সালে জেদ্দায় সকল মানুষের মাতা হযরত হাওয়া আলাইহাস সালামের সম্মানিত রওজা শরীফ ধ্বংস এবং সিলগালা করে দেয়া হয়।


ঐতিহাসিক সম্মানিত স্থান সমূহ:
১) নবীজি যে পবিত্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন।
২) হযরত খাদিজাতুল কুবরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহার উনার পবিত্র ঘর। যেখনে জন্ম গ্রহণ করেন সম্মানিত নবী কন্যা হযরত ফাতিমাতুজ জাহরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা এবং সম্মানিত নবী পুত্র হযরত কাসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
৩) হিজরতের পরে নবীজি মদীনা শরীফে যে ঘরে গিয়ে অবস্থান করেছিলেন।
৪) দ্বার-ই-আরকাম, ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র।
৫) সম্মানিত নবীপূত্র হযরত ইব্রাহীম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু’র পবিত্র জন্মস্থান।
৬) নবীজির সম্মানিত বংশধর হযরত জাফর ছাদিক রহমতুল্লাহির পবিত্র ঘর।
৭) হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু’র পবিত্র ঘর, যেখানে হযরত ইমাম হাসান রদ্বিয়াল্লাহু এবং হযরত ইমাম হুসাইন রদ্বিয়াল্লাহু জন্মগ্রহণ করেন।


উল্লেখ্য, প্রায় ১৩০০ বছর ইসলাম একভাবে চলে আসছিলো। কিন্তু ১৯২৫ সালে ব্রিটিশ সহযোগীতায় সউদী ইহুদীরা ক্ষমতায় বসার পর তাদের ফতওয়া বিভাগ থেকে অপব্যাখ্যামূলক ফতওয়া দিতে থাকে এবং এ জঘন্য অপকর্মে লিপ্ত হয়। এই জঘন্য কর্মের মাধ্যমে তারা একদিক থেকে সম্মানিত ব্যক্তিদের সাথে বেয়াদবি করে, অন্যদিকে মুসলমানদের ইতিহাস-ঐতিহ্যশূণ্য করে ফেলে।



Who were buried in Jannatul Baqi (জান্নাতুল বাকিতে যারা যারা সমাধিস্থ হয়েছিলেন এক নজরেরে দেখুন):-

1) All of the wives of Muhammad, except Khadijah bint Khuwaylid, who is buried in Jannatul Mualla in Mecca
2) Ibrahim, Muhammad's son by Maria al-Qibtiyya, died in infancy
3) Roqayyah, daughter of Mohammad and Khadijah bint Khuwaylid
4) Fatima bint al-Asad, aunt of Muhammad and mother of Caliph Ali; other aunts including Safiya and Aatika
4) Fatima, the daughter of Muhammad is purportedly buried there, though the location of her grave is disputed.
5) ‘Abbas ibn ‘Abd al-Muttalib, uncle of Muhammad.
6) Fatima bint Hizam, known as Umm ul-Banin, who married Caliph Ali after the death of Fatimah; mother of four children including Abbass ibn Ali who died defending Hussain ibn Ali in the Battle of Karbala and Al-Abbas ibn Ali, Husayn ibn Ali, Uthman ibn Ali, Abdullah ibn Ali and Jafar ibn Ali.
7) Imam Hasan ibn Ali, grandson of Prophet Muhammad, son of Fatimah and Imam Ali.
8) Imam ‘Alī ibn Ḥusayn, known as Zayn al-Abidin, grandson of Fatima
9) Zahra who is the only adult male that survived the Battle of Karbala because he was sick and could not fight. He was the fourth Imam
10) Imam Muhammad al-Baqir, son of ‘Alī ibn Ḥusayn, the fifth Imam
11) Imam Ja’far as-Sadiq, son of Muhammad al-Baqir, the sixth Imam . Teacher of Jābir ibn Hayyān, Nuʿmān ibn Thābit,
12) Muhammad ibn Idris al-Shafi'i, Malik ibn Anas, and Abu Hanifa
13) Abdullah son of Jaffar e Tayyar, who was husband of Zainab, daughter of Ali and nephew of Ali and father of Aun and Muhammad (martyrs of Karbala).
14) Aqeel ibne abi talib elder brother of imam Ali.


Other notable figures:-

15) Uthman ibn Affan, companion of Muhammad and third Sunni Caliph. 16) Uthman ibn Affan was at first buried in a Jewish graveyard behind Al-Baqi', but later Muawiyah I extended Al-Baqi' to include Uthman.[citation needed]
17) Uthman Bin Mazoun, companion of Muhammad
18) Malik ibn Anas, Islamic jurist





A partial list of the demolished graves and shrines

• Al-Mualla graveyard in Makkah which includes the grave of Sayyida Khadija bint Khuwailid (a), wife of the Prophet (s), the grave of Amina bint Wahab, mother of the Prophet (s), the grave of Abu Talib, father of Imam Ali (a), and the grave of Abdul Muttalib, grandfather of the Prophet (s)

• The grave of Hawa (Eve) in Jeddah

• The grave of the father of the Prophet (s) in Madina

• The house of sorrows (Bayt Al-Ahzan) of Sayyida Fatima (a) in Madina

• The Salman al-Farsi mosque in Madina

• The Raj'at ash-Shams mosque in Madina

• The house of the Prophet (s) in Madina, where he lived after migrating from Makkah

• The complex (mahhalla) of Banu Hashim in Madina

• The house of Imam Ali (a) where Imam Hasan (a) and Imam Husayn (a) were born

• The house of Hamza and the graves of the martyrs of Uhud (a)







 
Top