কুরআনুল কারিমের আলোকে ধুমপান থেকে বিরত থাকার প্রমাণ :

বিজ্ঞানময় মহাগ্ৰহ আল কুরআনে প্রত্যেক্ষ বা পরোক্ষভাৱে পাওয়া যায় । আয়াতে ধুমপান বা তামাকের কথা সরাসরি উল্লেখ না।
কিছু আয়াতে মুকাদ্দিসার সাথে মিল পাওয়া যায় ।

ধুমপান মৃত্যু ঘটায়:

কারিমে ইরশাদ হচ্ছে :

আর তোমরা নিজেদের প্রাণগুলো হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্ৰতি দয়াবান ।

এই আয়াতের ব্যাখ্যায় রয়েছে,

আত্মহত্যা করা বা আমরণ তা অনশন করা বা আত্মহত্যায় ধাবিত করে এমন সবকাজ হারাম ।

ধুমপান ধ্বংসের দিকে নিয়ে যায়:

আল্লাহ পাক কুরআন মাজিদে ইরশাদ করছেন:

নিজের হাতে নিজেকে ধ্বংসের সম্মুখিন করো না। আর তোমরা সৎকর্মপরায়ণ হয়ে যাও। নিশ্চয় সৎকর্মপরায়ণ বান্দাগণ আল্লাহর কাছে প্রিয়।

উল্লেখিত আয়াতের তাফসিরে প্রায় সব মুফাসসিরগণ লিখেছেন,

ধংসের কারণগুলো থেকে নিজেকে রক্ষা করাও ফরজ।

ধুমপান অপচয়ঃ

কালামে পাকে ইরশাদ হচ্ছে,

হে আদম সন্তানগণ! চমৎকার করো পোষাক পরিধান যখন তোমরা মসজিদে যাও।
খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীকে পছন্দ করেন না
সূরা আরাফ আয়াত: ৩১

কালামে পাকে ইরশাদ হচ্ছে,

"নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই এবং শয়তান আপন রবের প্রতি অতি অকৃতজ্ঞ।"
সূরা ইসরা, আয়াত: ২৭

ধুমপান নিরর্থক অখাদ্য:

ধুমপান এমন একটি বস্তু যা পুষ্টিও যোগায় না, ক্ষুধাও নিবারণ করে না। এ জাতীয় আহারের একটি নমুনা পাওয়া যায় কুরআনুল হাকিমে, যা একমাত্র জাহান্নামিদের আহারের সাথে মিলে ।

মহান আল্লাহ ইরশাদ করছেনঃ

তাদের জন্যে কোনো খাদ্য নেই, রয়েছে আগুনের কাঁটা; এটা তাদের পুষ্টিও যোগেবে না, ক্ষুধাও নিবারণ করবে নাই।

সুরা গাশিয়া, আয়াত:৬-৭

নবী কারিম ﷺ ইরশাদ করেন,
"যে ব্যক্তি এইগাছ থেকে আহার করে অর্থাৎ পিয়াঁজ খায় সে যেনো মসজিদের কাছাকাছিও না আসে।"

Reference :

★ সহিহ বুখারি : ১/১৭০ পৃষ্ঠা, হাদিস নং-৮৭৩
★ সহিহ মুসলিম : ২৮০ পৃষ্ঠা
★ মুয়াত্তায়ে ইমাম মালিক : ২/২২ পৃষ্ঠা

হাদিসপাকে কাঁচা পিয়াজ ও রসুন খেয়ে মসজিদের কারণ হলো, কাঁচা পিয়াজ, রসুন আহারের কারনে মুখ থেকে দুর্গন্ধ বের হয়।
সেই দুৰ্গদ্ধের প্রভাবে মসজিদে অবস্থানরত ফিরিশতারা কষ্ট পাবে বসতি প্রতিবেশিরাও কষ্ট পাবে । যে আচরনের ফলে কোনো প্রতিবেশি
এবং অন্য কেউ কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে তা ইসলামে নিষিদ্ধ ।

ধূমপানে প্রতিবেশিরা কষ্ট পায়:

হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত । নবী কারিম ﷺ ইরশাদ করেন,
যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ইমান আনে, সে যেনো কোনো প্রতিবেশিকে কষ্ট না দেয়।’

Reference :

★ সহিহ বুখারি, হাদিস ৫১৮৫
★ সহিহ মুসলিম, ইমাম বুখারি হাদিস- ৭৫ ।
★ ইবনে হাজর হায়ছামী : মাযমাউয জাওয়ায়েদ, ৮/৩২৩ হাদিস নং-১৩৬২০
★ ইমাম আহমাদ : আল-মুসনাদ, নং-৭৬২৬।
★ ইবনে আবি শায়বা : আল মুসান্নাফ, ৫/২২০ হাদিস নং-২৫৪১৮ ।

 
Top