ইমাম আল-শাফেয়ী, ইমাম বুখারী এবং শায়খ আব্দুল কাদির আল-জিলানী- ইনাদের মধ্যে কি মিল আছে?

> উনারা তিনজনই উনাদের (সম্মানিত, দরদী) মায়ের তত্ত্বাবধানে প্রতিপালিত হয়ে বড় হয়েছিলেন কারণ শৈশবকালেই ইনারা তাঁদের (শ্রদ্ধেয়) পিতাকে হারিয়েছিলেন এবং তিনজনই (হাদিস, ফিকাহ, তাসাউফের ক্ষেত্রে) এই দ্বীনের স্তম্ভ হয়ে উঠেছেন।

আমরা যখনই ফিকাহ, হাদিস কিংবা তাসাউফ নিয়ে পড়াশোনা করি তখন স্মরণ করি যে (এবং সবসময় স্মরণ রাখা উচিত) সৌন্দর্যতা এবং পূর্ণতা সহকারে এই ধর্মকে আজ আমাদের কাছে পৌঁছে দিতে যারা সবকিছু বিসর্জন দিয়েছিলেন, আমরা এমনসব নারীদের কাছে ঋণী (কৃতজ্ঞ)।

-Shaykh Mohammed Aslam (H)




Imam Shafi'i (R)


Shaykh Abdul Qadir Gilani (R)



 
Top